লর্ডস টেস্টে ইংল্যান্ডকে ১৫১ রানে পরাজিত করেছে ভারত, ইতিহাসে এটি তৃতীয়বার

লর্ডসে দ্বিতীয় টেস্টে ভারত ইংল্যান্ডকে ১৫১ রানে পরাজিত করেছে। ভারতের ২৭২ রানের জবাবে স্বাগতিক দল ইংল্যান্ড মাত্র ১২০ রানে অল আউট হয়ে যায়। ভারতীয় বোলিংয়ের সামনে ইংল্যান্ডের ব্যাটসম্যানেরা তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে। প্রথম ইনিংসে কে.এল. রাহুলের দুর্দান্ত সেঞ্চুরির জন্য ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।  

Twitter Reactions: All-round effort from bowlers give India a sensational win on a crazy day at Lord's

এটি ছিল লর্ডসের মাঠে ভারতের তৃতীয় জয়। সর্বশেষ দুটি সাফল্য এসেছিল ১৯৮৬ সালে কপিল দেব এবং ২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। 

mohammed shami jasprit bumrah best score: India - England Lords Test: Shami and Bumrah's brilliant batting, don't be surprised.. these shots will win your heart - MCE Zone

পঞ্চম দিনে ভারত ৮ উইকেটে ২৯৮ রান তোলে। ঋষভ পন্থ ও ইশান্ত শর্মা প্যাভিলিয়নে ফিরে আসার পর মোহাম্মদ শামি ও বুমরাহের সাথে নবম উইকেটে ৮৯ রানের অনবদ্য জুটি গড়েন। শামি ৫৬ রানে ও বুমরাহ ৩৪ রানে অপরাজিত থাকেন।  

TOI Sports on Twitter: "#ENGvIND #INDvENG #LordsTest | 2nd Test, Day 5 OUT! Bumrah breaks the stubborn 75-ball partnership between Robinson and Buttler Robinson trapped in front for 9 India need 2

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের শুরুটা খারাপ হয়। দুই ওপেনারই প্রথম দুই ওভারে প্যাভিলিয়নে ফিরে আসেন। এরপর অল্প সময়ের মধ্যেই উইকেট পড়তে থাকে। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক জো রুট। এই স্বাগতিক দলের আট জন ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি।

IND vs ENG Live: Siraj picks 4 wickets, 'confident of India's win at Lord's

মোহাম্মদ সিরাজ সর্বোচ্চ ৪ উইকেট নেন। এছাড়া জসপ্রীত বুমরাহ ৩টি, ইশান্ত শর্মা ২টি ও মোহাম্মদ শামি ১টি উইকেট নেন। এর ফলে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।