GK কুইজ : জানেন বিশ্বের কোন অঞ্চলের হাওয়া বোতলে ভরে বিক্রি করা হয়?

জানেন বিশ্বের কোন অংশে সবচেয়ে বিশুদ্ধ হওয়া পাওয়া যায়?

General Knowledge Quiz : আজকাল মেধাবির ছাত্র-ছাত্রীরা তাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্ন গুলি জানার চেষ্টা করে। ফলে তাদের যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেকটাই সহায়ক হয়। এমনকি এর মাধ্যমে দেশ বিদেশের নানান তথ্য জানা যায়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল।

১) প্রশ্নঃ অলিম্পিকে ভারতের প্রথম স্বর্ণপদক বিজয়ী কে ছিলেন?
উত্তরঃ ২০০৮ অলিম্পিকে, অভিনব বিন্দ্রা (Abhinav Bindra) পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে স্বর্ণপদক জিতে প্রথম ভারতীয় হয়েছিলেন।

২) প্রশ্নঃ পশ্চিমবঙ্গে মোট কতগুলি প্রধান রেল স্টেশন রয়েছে?
উত্তরঃ পশ্চিমবঙ্গের প্রধান রেল স্টেশনের সংখ্যা পাঁচটি। যেগুলি হল — হাওড়া জংশন, শিয়ালদহ, আসানসোল জংশন, কলকাতা ও বর্ধমান জংশন।

৩) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের একমাত্র তথা ভারতের প্রথম আইআইটি শিক্ষাপ্রতিষ্ঠান অবস্থিত কোথায়?
উত্তরঃ আইআইটি খড়গপুর (IIT Kharagpur)। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর ভারতে প্রতিষ্ঠিত আইআইটিগুলির মধ্যে প্রথম। ১৯৫১ সালে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল।

৪) প্রশ্নঃ কোন মাছটির শরীরে বিদ্যুৎ উৎপন্ন হয়?
উত্তরঃ ইল মাছ বৈদ্যুতিক শক দেয়। এদের দেহে বিদ্যুৎ উৎপন্ন হয় তাই এরা ‘ইলেকট্রিক ইল’ নামে ও পরিচিত।

৫) প্রশ্নঃ ২০২৩ সালের সবচেয়ে ধনী দেশ কোনটি জানেন?
উত্তরঃ আয়ারল্যান্ড।

৬) প্রশ্নঃ ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামী কে ছিলেন?
উত্তরঃ যদি সিপাহী বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রাম হিসেবে গণ্য করা হয়, তাহলে মঙ্গল পান্ডে (Mangal Pandey) ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামী।

৭) প্রশ্নঃ আয়তনের দিক দিয়ে ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি?
উত্তরঃ গোয়া ভারতের ক্ষুদ্রতম রাজ্য।

৮) প্রশ্নঃ ভারতের জাতীয় সংগীত গাওয়ার সময়কাল কত?
উত্তরঃ ভারতের জাতীয় সংগীত ‘জন গন’ গাওয়ার সময়কাল ৫২ সেকেণ্ড।

৯) প্রশ্নঃ বাংলা কত বছর ব্রিটিশ শাসনের অধীনে ছিল?
উত্তরঃ ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত ১০০ বছর এ দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে।

Image

১০) প্রশ্নঃ বিশ্বের কোন অঞ্চলের হাওয়া বোতলে ভরে বিক্রি করা হয়?
উত্তরঃ অস্ট্রেলিয়ার কাছে তাসমানিয়ার উত্তর-পশ্চিম প্রান্তে রয়েছে একটি উপদ্বীপ। যার নাম কেপ গ্রিম (Cape Grim)। এই এলাকায় যেতে পারলেই নির্মল বাতাসে শ্বাস নিতে পারবেন। ওই বাতাস বোতলে ভরে তা বিক্রি করা হচ্ছে। প্রতি ক্যানে প্রায় ১৩০ বার বিশুদ্ধ বাতাসের শ্বাস নেওয়া যাবে।