টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকিয়েছেন যে ৭ ব্যাটসম্যান, একজন দু’বার

আগামী ১৭ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে আইসিসির সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর প্রতিটি দল একে অপরকে টেক্কা দিতে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয়। প্রতিটি ক্রিকেট শিবিরে চলছে জোর কদমে প্রস্তুতি। 

প্রসঙ্গত, টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যানদের পক্ষে সহজ নয়। তবুও এখনো পর্যন্ত মোট ৭ জন ব্যাটসম্যান বিশ্বকাপের মতো আঙিনায় এই কৃতিত্ব অর্জন করেছেন। এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:-

ক্রিস গেইল: ১১৭ রান

Chris Gayle still has plenty to offer ahead of Windies' ODI series against New Zealand | Cricket News | Sky Sports

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্রিস গেইল মাত্র ৫৭ বলে ১১৭ রান করেছিলেন। ক্রিস গেলের এই ইনিংসে সাজানো ছিল ১০টি ছক্কা ও ৭টি চার। যদিও তারা ৮ উইকেটে পরাজিত হয়। 

সুরেশ রায়না: ১০১ রান

Watch: Suresh Raina's 101 against South Africa in 2010, the first ton by an Indian in

২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়না ৬০ বলে ১০১ রান করেছিলেন। এখনো পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকানো একমাত্র ভারতীয় ব্যাটসম্যান তিনি। এই ম্যাচটি ভারতীয় দল ১৪ রানে জয়ী হয়।

মাহেলা জয়াবর্ধনে: ১০০ রান

World Cup 2019: Jayawardene declines Sri Lanka Cricket's WC offer

২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের জিম্বাবুয়ের বিপক্ষে ওপেন করতে নেমে মাহেলা জয়াবর্ধনে ৬৪ বলে ১০০ রান করেছিলেন। ম্যাচটি ডাকওয়ার্থ-লুইস নিয়মে শ্রীলঙ্কা দল ১৪ রানে জয়ী হয়।

ব্রেন্ডন ম্যাককুলাম: ১২৩ রান

Brendon McCullum's Five Greatest T20I Knocks | Wisden Cricket

২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ব্রেন্ডন ম্যাককুলাম ৫৮ বলে ১২৩ রান করেছিলেন। ম্যাচটি নিউজিল্যান্ড ৫৯ রানে জয়ী হয়।

অ্যালেক্স হেলস: ১১৬* রান

Eoin Morgan suggests Alex Hales' return to England set-up 'might take some more time' | Cricket News | Sky Sports

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস ৬৪ বলে ১১৬ রানে অপরাজিত থাকেন। এই ম্যাচটি ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী হয়।

আহমেদ শেহজাদ: ১১১* রান

Rebel With A Cause - ARYSports.tv

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ ৬২ বলে ১১১ রানে অপরাজিত থাকেন। এই ম্যাচটি পাকিস্তান ৫০ রানে জয়ী হয়।

তামিম ইকবাল: ১০৩* রান

Bangladesh vs Oman, ICC World T20: Bangladesh reach Super 10 after win over Oman | Sports News,The Indian Express

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে বাংলাদেশী ওপেনার তামিম ইকবাল ৬৩ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন। এই ম্যাচটি বাংলাদেশ ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৫৪ রানে জয়ী হয়।

ক্রিস গেইল: ১০০* রান

Chris Gayle Compares Himself To the Legends of West Indies - EssentiallySports

সর্বশেষ ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ক্রিস গেইলের ব্যাট থেকে আবারও সেঞ্চুরি আসে। ৪৮ বলে তিনি ১১টি ছক্কা ও ৫টি চারের সাহায্যে ১০০ রানে অপরাজিত থাকেন ও ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে জয়লাভ করে।