Cricket
T20 বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকিয়েছেন যে ৮ ব্যাটসম্যান, তালিকায় এক ভারতীয়
বর্তমানে খেলোয়াড়রা আগের তুলনায় অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছেন সীমিত ওভারের ক্রিকেট এর প্রভাবে। ২০০৭ সালে শুরু হওয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমবার মুকুটটি পড়েছিল ভারতীয় দল। তবে সেঞ্চুরির কথা বললে এখনো পর্যন্ত ৮ জন ব্যাটসম্যানই পেরেছেন এই সীমিত ওভারের বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকাতে। তালিকায় রয়েছেন এক বিধ্বংসী ভারতীয় ব্যাটসম্যান।
আজকের প্রতিবেদনে রয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যে ৮ জন ব্যাটসম্যান সেঞ্চুরি হাঁকিয়েছেন! চলুন তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:-
১) ক্রিস গেইল: ১১৭ রান
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিবিয়ান ওপেনার ক্রিস গেইল মাত্র ৫৭ বলে ১০টি ছক্কা ও ৭টি চারের সাহায্যে ১১৭ রান করেছিলেন। গেলের ব্যাট থেকেই এসেছিল টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম সেঞ্চুরি। যদিও ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে পরাজিত হয়।
২) সুরেশ রায়না: ১০১ রান
২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুরেশ রায়না ৬০ বলে ৫টি ছক্কা ও ৯টি চারের সাহায্যে ১০১ রান করেছিলেন। এখনো পর্যন্ত ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকানো একামাত্র ব্যাটসম্যান তিনি রয়েছেন। এই ম্যাচটি ভারতীয় দল ১৪ রানে জয়ী হয়।
৩) মাহেলা জয়াবর্ধনে: ১০০ রান
২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের জিম্বাবুয়ের বিপক্ষে ওপেন করতে নেমে মাহেলা জয়াবর্ধনে ৬৪ বলে ৪টি ছক্কা ও ১০টি চারের সাহায্যে ১০০ রান করেছিলেন। ম্যাচটি ডাকওয়ার্থ-লুইস নিয়মে শ্রীলংকা ১৪ রানে জয়ী হয়।
৪) ব্রেন্ডন ম্যাককুলাম: ১২৩ রান
২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ব্রেন্ডন ম্যাককুলাম ৫৮ বলে ৭টি ছক্কা ও ১১টি চারের সাহায্যে ১২৩ রান করেছিলেন। ম্যাচটি নিউজিল্যান্ড ৫৯ রানে জয়ী হয়।
৫) অ্যালেক্স হেলস: ১১৬* রান
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস ৬৪ বলে ৬টি ছক্কা ও ১১টি চারের সাহায্যে ১১৬* রানে অপরাজিত থাকেন। এই ম্যাচটি ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী হয়।
৬) আহমেদ শেহজাদ: ১১১* রান
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ ৬২ বলে ৫টি ছক্কা ও ১০টি চারের সাহায্যে ১১১* রানে অপরাজিত থাকেন। এই ম্যাচটি পাকিস্তান ৫০ রানে জয়ী হয়।
৭) তামিম ইকবাল: ১০৩* রান
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে বাংলাদেশী ওপেনার তামিম ইকবাল ৬৩ বলে ৫টি ছক্কা ও ১০টি চারের সাহায্যে ১০৩* রানে অপরাজিত থাকেন। এই ম্যাচটি বাংলাদেশ ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৫৪ রানে জয়ী হয়।
৮) ক্রিস গেইল: ১০০* রান
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিবিয়ান ওপেনার ক্রিস গেইল দ্বিতীয়বার সেঞ্চুরি করেন। তিনি ৪৮ বলে ১১টি ছক্কা ও ৫টি চারের সাহায্যে ১০০* রানে অপরাজিত থাকেন। এই ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে জয়ী হয়।
