“আপনি সাংবাদিক হলে গ্রেগ চ্যাপেলকে কোন প্রশ্নটি করতেন” উত্তরে যা বললেন দাদা

গ্রেগ চ্যাপেলও সৌরভ গাঙ্গুলীর দন্দ্বের কথা কারও অজানা নয়। গাঙ্গুলীর দল থেকে বাদ পড়া ও অধিনায়কত্ব ছিনিয়ে নেওয়ার পিছনে ছিলেন গুরু গ্রেগ। এই ঘটনার পর প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও প্রাক্তন কোচের সম্পর্ক কখনো ঠিক হয়নি। আজও চ্যাপেলের নাম শুনতেই সৌরভ গাঙ্গুলী ফোঁস করে ওঠেন। তেমনই এক সাক্ষাৎকারে বিসিসিআই সভাপতিকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি সাংবাদিক হলে গ্রেগ চ্যাপেলকে কোন প্রশ্নটি করতেন।  

গাঙ্গুলীর অধিনায়কত্বে ভারতীয় দল এতটাই শক্তপোক্ত হয়ে উঠেছিল যে বিদেশের মাটিতেও জয় করে দেশে ফিরতেন। কিন্তু সেই অধিনায়ককে যখন ষড়যন্ত্র করে সরানো হয়, তখন গোটা দেশবাসী জ্বলে ওঠে গ্রেগ চ্যাপেলের বিরুদ্ধে। যাইহোক সৌরভ গাঙ্গুলী আবারও কিছু সময় পর ভারতীয় দলে ফিরে আসেন এবং অবসরের সময় পর্যন্ত তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন।  

সম্প্রতি শাশ্বত চট্টোপাধ্যায়ের একটি জনপ্রিয় শো-তে সৌরভ গাঙ্গুলী মুখোমুখি হয়েছিলেন। অভিনেতা শ্বাশত চট্টোপাধ্যায় তাকে একের পর এক নানান প্রশ্ন করা শুরু করেন এবং দাদা নিজস্ব স্টাইলে উত্তর দিতে থাকেন। এরপর সৌরভ গাঙ্গুলীকে জিজ্ঞাসা করা হয় যদি তিনি সাংবাদিক হন, গ্রেগ চ্যাপেলকে কোন প্রশ্নটি তিনি করতেন? উত্তরে সৌরভ বলেন, “আপনি এত বোকা কেন।” উত্তরটি যেন দাদার তৈরিই ছিল এবং এরপরে বলেন, তিনি তো সত্যিই বোকা যে নতুন এসে সরাসরি অধিনায়কের সাথে ঝগড়া করে। সে বোকা ছাড়া আর কি হতে পারে।

সৌরভ গাঙ্গুলী একজন দুর্দান্ত অধিনায়ক হওয়ার পাশাপাশি ব্যাটসম্যান হিসেবে সুনাম অর্জন করেছেন। তিনি তার ওয়ানডে ক্যারিয়ারে ৩১১ ম্যাচে করেছেন ১১,৩৬৩ রান, যার মধ্যে রয়েছে ২১টি সেঞ্চুরি ও তার সর্বোচ্চ স্কোর ১৮৩ রান। এদিকে ১১৩টি টেস্টে ১৬টি সেঞ্চুরি সহ ৭২১২ রান করেছেন ও সর্বোচ্চ স্কোর ২৩৯ রান। এছাড়া আইপিএলেও ৫৯টি ম্যাচ খেলেছেন, তবে খুব বেশি সফল হতে পারেননি।