জানেন সেইসময় ‘রামায়ণ’ তৈরিতে কত খরচ হয়েছিল আর কত টাকা আয় হয়

‘রামায়ণ’ তৈরিতে কত খরচ হয়েছিল আর কত আয় হয়েছিল জানলে অবাক হবেন

TV Show Ramayana: টিভি শো রামায়ণ ১৯৮৭ সাল থেকে আজ অবধি মানুষের প্রিয় একটি অনুষ্ঠান হয়ে রয়েছে। করোনার সময় যখন সকলেই গৃহবন্দী ছিলেন, তখন এই শো-র সম্প্রচার করা হয় এবং সমস্ত টিআরপি রেকর্ড ভেঙে যায়। এখনো পর্যন্ত রামায়ণ (Ramayana) নিয়ে বহু টিভি শো তৈরি হয়েছে, কিন্তু রামানন্দ সাগরের (Ramananda Sagar) রামায়ণের মত কোনটাই হয়নি।

তবে আপনি কি জানেন রামানন্দ সাগর সেই সময়ে এই শো-টি তৈরি করতে নিজের পকেট থেকে কত টাকা খরচ করেছিলেন? এই অনুষ্ঠানের একটি পর্বের দাম কত ছিল? বা রামায়ণের মোট উপার্জন কত ছিল? এবার বিস্তারিত জেনে নেওয়া যাক….

Image

রামানন্দ সাগর এই অনুষ্ঠানটি খুব উৎসাহ নিয়ে তৈরি করেছিলেন। তাই তিনি পরিশ্রমের ফলও পেয়েছেন। রামানন্দ সাগর এই অনুষ্ঠানের প্রতিটি পর্বের উন্নতি করার চেষ্টা করেছিলেন। কয়েকটি মিডিয়া রিপোর্ট দাবি করেছে, রামানন্দ সাগর সেই সময় এই অনুষ্ঠানের একটি এপিসোড তৈরি করতে লাখ লাখ টাকা খরচ করতেন। তবে এক পর্বে এত টাকা বিনিয়োগ করার পরও লাভবান হতেন। 

রামানন্দ সাগর একটি পর্বে শুটিং করতে প্রায় ৯ লক্ষ টাকা খরচ করতেন আর একটি এপিসোডের জন্য ৪০ লাখ টাকা আয় করতেন। অর্থাৎ ‘রামায়ণ’ সিরিয়ালের মোট ৭৮টি এপিসোডের জন্য খরচ করা হয়েছিল ৭ কোটি টাকা। যেখানে নির্মাতারা শো থেকে আয় করেছে মোট ৩১ কোটি ৪ লক্ষ টাকা। আজও শ্রোতারা এই অনুষ্ঠানটিকে খুবই ভালোবাসে, এমনকি এর চরিত্রগুলিও এই অনুষ্ঠানের মত টিভির পর্দায় অমর হয়ে রয়েছে।

Image

দীপিকা চিয়াখালি এই শো-তে মা সীতার চরিত্রে বেশ খ্যাতি পেয়েছিলেন। একইভাবে শ্রী রামের ভূমিকায় অরুণ গোভিলও বেশ জনপ্রিয়তা পান। এমনকি এই তারকারা যখন সাধারন পোশাকে ঘর থেকে বের হতেন তাদের দেখা হতো শ্রীরাম ও মা সীতার রূপে। অনুরাগীরা তাদের পা ছুঁতেন এবং অটোগ্রাফ চাইতেন।