আজ ১০০ কোটি পারিশ্রমিক নেওয়া অভিনেতারা তাদের প্রথম ছবি থেকে কত টাকা উপার্জন করেছিলেন?

প্রথম ছবিতে অভিনয় করে কত টাকা উপার্জন করেছিলেন এই বলি অভিনেতারা

বর্তমানে বলিউডের প্রথম সারির অভিনেতা অর্থাৎ শাহরুখ থেকে সলমন, আমির ও অক্ষয় কুমার— এখন ছবি প্রতি উপার্জন করেন ১০০ কোটিরও বেশি। কিন্তু তাঁরা যখন বড়পর্দায় প্রথম পা রাখেন, তখন তাঁদের উপার্জন লক্ষের সীমাও ছাড়ায়নি। বেশির ভাগেরই উপার্জন ছিল ১০ হাজার থেকে ৫০ হাজারের মধ্যে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan): ৫০ বছরের বেশি সময় ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে রয়েছেন ‘বিগ বি’। ১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ ছবিতে অমিতাভকে প্রথম অভিনয় করতে দেখা যায়। সেই সময় অভিনেতা হিসাবে তিনি পাঁচ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। এখন ছবি প্রতি কোটি কোটি টাকা উপার্জন করেন।

শাহরুখ খান (Shah Rukh Khan): তিন দশক ধরে শাহরুখ খান একের পর এক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন দর্শকদের। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবিতে শাহরুখ প্রথম অভিনয় করেন। এইসময় শাহরুখকে ১১ হাজার টাকা দেওয়া হয়েছিল। বর্তমানে শাহরুখ তার প্রতিটি ছবির পারিশ্রমিক হিসাবে ১০০ কোটি টাকা দাবি করেন। 

সালমান খান (Salman Khan): ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ ছবিতে পার্শ্বচরিত্রে প্রথম অভিনয় করতে দেখা যায় সলমন খানকে। পারিশ্রমিক হিসাবে মাত্র ১১ হাজার টাকা পেয়েছিলেন তিনি। পরের বছর ‘ম্যায়নে পয়্যার কিয়া’ ছবিতে মূল চরিত্রে অভিনয় করে তিনি সকলের নজরে এসেছিলেন। এখন ছবি প্রতি ১০০ কোটি টাকা উপার্জন করেন ভাইজান। 

আমির খান (Aamir Khan): বলিউডের ‘পারফেকশনিস্ট’ আমির খান ১৯৮৮ সালে তার অভিনীত ‘কয়ামত সে কয়ামত তক’ বক্স অফিসে বিপুল সাড়া ফেলে। এই ছবিতে অভিনয় করে পারিশ্রমিক হিসাবে ১১ হাজার টাকা পেয়েছিলেন। এখন তিনিও প্রতিটি ছবি পিছু ১০০ কোটি টাকা চার্জ করে থাকেন। 

অক্ষয় কুমার (Akshay Kumar): ১৯৯১ সালে অক্ষয় কুমার ‘সৌগন্ধ’ ছবির মাধ্যমে বড়পর্দায় প্রথম পা রাখেন। বর্তমানে ছবি পিছু ১০০ কোটি টাকা উপার্জন করা অক্কি এই ছবিতে অভিনয় করে মাত্র ৫১ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। সম্প্রতি অক্ষয় কুমারের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না।