এক লিটার তেলে কতটা মাইলেজ দেবে ট্রেন, এই তথ্যটি আপনাকে অবাক করবে

কোন বাইক বা গাড়ি এক লিটার তেলে কতটা পথ ছুটবে তা নিয়ে আমরা কমবেশি জানি। এর আগে বিমানের মাইলেজ সম্পর্কেও জানা গেছে। এবার ট্রেনের বিষয়ে আসা যাক। বর্তমানে সাধারণত দুই ধরনের ট্রেন চলে — একটি বিদ্যুৎচালিত ও আরেকটি ডিজেল চালিত। যদিও বিদ্যুৎ চালিত ট্রেনই বেশি। লোকাল হোক কিংবা প্যাসেঞ্জার ট্রেন বেশিরভাগই বিদ্যুতের মাধ্যমে চলে।

কিছু কিছু ট্রেনে এখনও ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়। বিশেষ করে মালগাড়িগুলি যেহেতু অনেক দূরে রাস্তা সফর করে তাই ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়। এই প্রতিবেদনে কেবল ডিজেল ইঞ্জিনের সম্পর্কে বলা হয়েছে। এক লিটারে কতটা পথ অতিক্রম করে একটি ট্রেন? তবে অবশ্যই নির্ভর করে ডিজেল ইঞ্জিনের ক্ষমতার উপর।

Diesel locomotives to soon become thing of the past

সাধারণত ডিজেল ইঞ্জিনের ট্যাংকের তিনটি ভাগে ভাগ করা হয় —প্রথমটিতে পাঁচ হাজার লিটার, দ্বিতীয়টিতে সাড়ে পাঁচ হাজার লিটার এবং দ্বিতীয়টিতে ছ’হাজার লিটার। এখানেও আবার হিসাব করা হয় যে ডিজেল ইঞ্জিন ট্রেন কতগুলি কামরা টেনে নিয়ে যাচ্ছে আর তার উপরই নির্ভর করে সেই ইঞ্জিন কতটা মাইলেজ দেবে।

যেমন ১২ কোচযুক্ত কোনও প্যাসেঞ্জার ট্রেনের এক কিলোমিটার যেতে খরচ হয় ৬ লিটার ডিজেল। আবার ২৪ কোচযুক্ত এক্সপ্রেস ট্রেন একই মাইলেজ দেয়। তবে ১২ কোচযুক্ত কোনও এক্সপ্রেস ট্রেন এক কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সাড়ে ৪ লিটারে।