আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে গান গাওয়ার জন্য কত টাকা নিলেন অরিজিৎ সিং!

Arijit Singh Live Performance: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানটি খুবই জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং (Arijit Singh), প্রথমে তার সুরেলা কন্ঠে দর্শকদের মন জয় করেন। তিনি ছাড়াও রশ্মিকা মান্ধনা (Rashmika Mandhana) এবং তামান্না ভাটিয়ার (Tamannaah Bhatia) মত দক্ষিণী তারকারা নেচে স্টেজ কাঁপিয়েছেন। এখন সোশ্যাল মিডিয়ায় এই তারকাদের ভিডিওগুলি ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে।  

Image

২০২৩ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং “অ্যায় ওয়াতান মেরা ওয়াতান আবাদ রাহে তু…” গান দিয়ে শুরু করেছিলেন এবং পুরো স্টেডিয়াম তার গানে উত্তেজিত হয়ে ওঠে। এরপর তিনি গেয়েছেন ‘কেশরিয়া’, ‘চান্না মেরেয়া’, ‘তুঝে কিতনা চাহা নে লাগে হ্যায় হাম’ এবং পাঠান ছবি টাইটেল গান ‘ঝুমে জো পাঠান!’

https://twitter.com/IPL/status/1641785850093764608?s=20

এরই পাশাপাশি তামান্না ভাটিয়া ‘তুম তুম’ গানে নেচে দর্শকদের মাতিয়েছেন। এরপর ‘সামে সামে’ গানে গোটা ময়দান উত্তাল করেছেন অভিনেত্রী রশ্মিকা মান্ধনা! এছাড়াও দক্ষিণের কয়েকটি বিখ্যাত গান ‘তেরি ঝলক আশরফি শ্রীবল্লি’, ‘নাটু নাটু’ গান পরিবেশন করে সবার মন জয় করেন। 

Image

সবচেয়ে বেশি আয় করা গায়কদের তালিকায় রয়েছেন অরিজিৎ সিং। একটি ছবিতে গান গাওয়ার জন্য ৮ থেকে ১০ লাখ টাকা পারিশ্রমিক নেন তিনি। চলচ্চিত্র ছাড়াও অরিজিৎ সিং শো, লাইভ কনসার্ট ইত্যাদি থেকেও প্রচুর অর্থ উপার্জন করেন। জানা গেছে, অরিজিৎ সিং ঘন্টাখানেক লাইভ পারফরম্যান্সের জন্য ১.৫ কোটি টাকা চার্জ করে থাকেন।

Image

যদিও আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম্যান্স করার জন্য তিনি কত টাকা চার্জ করেছেন, তা এখনও অফিশিয়ালিভাবে জানা যায়নি। অরিজিতের গানে সকলেই মুগ্ধ। এমনকি মহেন্দ্র সিং ধোনিকে দেখে তার পা ছুঁয়ে প্রণাম করার মুহূর্তটাও ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। একজন বিখ্যাত গায়ক হওয়ার পরেও তিনি যে মাটির মানুষ এ কথা আবারও প্রমাণ করলেন।