দাদাগীরির মঞ্চে সৌরভ গ্রেগ চাপেল থেকে ধোনিকে মানুষ হিসেবে কত মার্কস দিলেন

সৌরভ গাঙ্গুলীর ক্রিকেট ক্যারিয়ারে বহু মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে, যাদের মধ্যে অনেকেই দাদাকে সমর্থন করেছিলেন আবার কেউ কেউ ‘ভিলেন’ হয়ে তার ক্যারিয়ার নষ্ট করার পিছনে উঠেপড়ে লেগেছিলেন। বিশেষ করে তৎকালীন ভারতীয় কোচ গ্রেগ চ্যাপেল। তবুও সৌরভ গাঙ্গুলী নিজেকে প্রমাণ করে বারবার ফিরে এসেছেন রাজকীয়ভাবে। প্রতিটা ক্রিকেটারের জীবনে কমবেশি চড়াই-উৎরাই থাকে, তবে বাংলার মহারাজের জীবনে প্রতিকূলতার দিকটাই বেশি ছিল।

Greg Chappell recalls coaching stint with Indian team: Sourav Ganguly didn't want to work hard - Sports News

ভারতের হয়ে দীর্ঘ ১৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ করার পর তিনি জি বাংলার টেলিভিশন শো ‘দাদাগিরি’-র হোস্ট হিসেবে কাজ করার সুযোগ পান। পরবর্তীকালে ‘দাদাগিরি’ জনপ্রিয়তার শিখরে ওঠে এবং বিশেষ শো-গুলিতে বিভিন্ন সেলিব্রেটি থেকে ক্রিকেটারদের অতিথি হিসেবে অংশ নিতে দেখা গেছে। তেমনি একদিন শো চলাকালীন সৌরভ গাঙ্গুলীকে জিজ্ঞাসা করা হয়েছিল, তার ক্যারিয়ারে অনেক মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে, তাদের মধ্যে কিছুজনকে মানুষ হিসাবে আপনি ১০-র মধ্যে কত মার্কস দিতে চান!

Image

যদিও এমন প্রশ্ন শুনে সৌরভ গাঙ্গুলী কিছুটা অবাক হয়েছিলেন তবুও তিনি হাসিমুখে প্রত্যেককে মার্কস দিয়েছিলেন। তবে গ্রেগ চ্যাপেলের নাম শুনে সৌরভ গাঙ্গুলী যে মার্কসটি দিয়েছিলেন, তা শুনে প্রত্যেকে হেসে গড়াগড়ি দেন। প্রথমেই জিজ্ঞাসা করা হয়েছিল, জগমোহন ডালমিয়ার কথা, যাকে তিনি ১০-র মধ্যে ১০ দেন, এরপর মোহাম্মদ আজহারউদ্দিন ১০-র মধ্যে ৯, রাহুল দ্রাবিড় ১০-র মধ্যে ১০, শচীন টেন্ডুলকার ১০-র মধ্যে ১০! 

এরপর গ্রেগ চ্যাপেলের নাম শুনেই সৌরভ গাঙ্গুলী ১০-র মধ্যে মাইনাস ১০ দেন! দাদার এমন উত্তর শুনে দাদাগীরির মঞ্চে অট্টহাসির রোল পড়ে যায়। যদিও এর আগে দাদাকে দল থেকে ছেঁটে ফেলার প্রসঙ্গ তোলা হয়েছিল। তবে সেই সব প্রশ্নের উত্তর হেসে উড়িয়ে দেন তিনি। অবশেষে আসে মহেন্দ্র সিং ধোনির কথা, যাকে সৌরভ সরাসরি ১০-র মধ্যে ১০ দেন। যদিও একটা সময় অনেকেই মনে করেছিলেন, দাদাকে দল থেকে ছেঁটে ফেলার সময় ধোনি জড়িত ছিলেন, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। তারা একে অপরকে খুবই শ্রদ্ধা করেন।