ভারতীয় রেল: ১ লিটার তেলে ট্রেন কত কিলোমিটার চলে? ভাবলে চমকে যাবেন

Indian Railways: গাড়ি কেনার পর আমাদের দেশের বেশিরভাগ মানুষ একটা জিনিসের উপরই বেশি খেয়াল করেন যে গাড়িটির মাইলেজ  কত! এক লিটার পেট্রোল বা ডিজেল এ গাড়িটি কত কিলোমিটার যাবে। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন যে ট্রেনটি দেশের এক শহর থেকে আরেক শহরে প্রতিদিন কোটি কোটি মানুষ নিয়ে যায়, তার মাইলেজ কত? 

পেট্রোল এবং ডিজেলের ক্রমাগত আকাশছোঁয়া দামের মধ্যে আপনি যেমন মনে রাখেন যে কোন গাড়ির মাইলেজ ভালো, তাই এই প্রতিবেদনের মাধ্যমে জানানো হয়েছে যে একটি ট্রেন ১ লিটার তেলে কতটা মাইলেজ দেয়।

Image

প্রথমেই জানিয়ে রাখি, দেশের চলমান প্রতিটি ট্রেন একই মাইলেজ দেয় না। এর মধ্যে সব ট্রেনই তাদের ক্যাটাগরি অনুযায়ী মাইলেজ দেয়। ট্রেনের ডিজেল ইঞ্জিনের শক্তি এবং এটি বহন করা লোডের উপর মাইলেজ নির্ভর করে। এর পাশাপাশি ট্রেনটি কোন এলাকায় চলছে এবং লাইনে কতটা যানজট রয়েছে, তারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এবার আসা যাক ট্রেনের মাইলেজের কথায়! ১২ বগি বিশিষ্ট যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন ছয় লিটার তেলে এক কিলোমিটার যায়। ২৪ বগি বিশিষ্ট একটি সুপারফাস্ট ট্রেনের ইঞ্জিনও ৬ লিটার তেলে এক কিলোমিটার মাইলেজ দেয়। অন্যদিকে যদি ১২ বগি বিশিষ্ট এক্সপ্রেস ট্রেনের কথা বলি তাহলে এটি ৪.৫ লিটারে এক কিলোমিটার মাইলেজ দেয়।

Image

আসলে, যাত্রীবাহী ট্রেনগুলিকে সমস্ত স্টপেজে থামতে হয়, যে কারণে উচ্চগতিতে যেতে পারে না। ফলে বারবার ব্রেক এবং এক্সেলেটর লাগাতে হয়, এই কারণে এর মাইলেজ কম। অন্যদিকে সুপারফাস্ট ট্রেন খুবই কম স্টপেজে থামার কারণে উচ্চ গতিতে চলে এবং বারবার ব্রেক লাগাতে হয় না। এ কারণে যাত্রীবাহী ট্রেনের তুলনায় এর মাইলেজও বেশি।