মস্তিষ্কের ধাঁধা: এই ছবিতে কতগুলি কুকুর রয়েছে, কেবল জিনিয়াসরাই বলতে পারবেন

Brain teaser: সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভিডি ও ছবি পোস্ট হয়। তবে এর মধ্যে ধাঁধা ও কুইজগুলি সবচেয়ে মজাদার এবং আকর্ষণীয় (interesting) হয়ে থাকে। কখনো ছবিগুলির মধ্যে থাকা লুকানো বস্তু আবার পার্থক্যগুলি শনাক্ত করতে হয়। যাইহোক এই প্রতিবেদনে তেমন একটি ছবি নিয়ে আসা হয়েছে যেখানে বলতে হবে কতগুলো কুকুর (dog) রয়েছে।

উপরে শেয়ার করা ছবিতে যে দেখা যাচ্ছে একটি কালো কুকুরের অবয়বের (shape) সঙ্গে অনেকগুলি কুকুরের আকৃতি তৈরি হয়েছে। তবে এখানে মোট কতগুলি কুকুর রয়েছে, তা এক নজরে দেখে বলা যাচ্ছে না। সঠিক উত্তর দিতে অনেকেই মাথা চুলকাচ্ছে। তবে জিনিয়াসরা (genius) সহজেই উত্তরটি দিতে সক্ষম হয়েছেন।

Image

মস্তিষ্কের ধাঁধার ছবিগুলি দেখতে সাধারণ হলেও আমাদের চোখের সাথে ছলনা করে। তার মানে এই নয় যে আমাদের চোখ দুর্বল। এর সমাধান পেতে সবচেয়ে ভালো উপায় হল ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করা। তবে ইতিমধ্যে যারা কুকুরের সংখ্যা কতগুলি রয়েছে বলতে পেরেছেন, মানতেই হবে তাদের চোখ সত্যিই তীক্ষ্ণ।

আপনার ক্ষেত্রে মোট কতগুলি কুকুর রয়েছে সনাক্ত করা কঠিন বলে মনে হয় তাহলে আমরা লাল বৃত্তের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। ছবিতে মোট ছটি কুকুর রয়েছে। জানিয়ে রাখি, অপটিক্যাল ইলিউশন ছবির মাধ্যমে বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন যে মানুষের মস্তিষ্ক কীভাবে চিন্তা করে। 

Image

যাইহোক, নিয়মিত এ জাতীয় চ্যালেঞ্জগুলি গ্রহণ করার ফলে আপনার মস্তিষ্ক আরো সক্রিয় হয়ে উঠবে এবং কার্যকারিতা বৃদ্ধি পাবে। ধাঁধার সমাধানের মাধ্যমে আইকিউ লেভেল জানার পাশাপাশি দৃষ্টিশক্তি কতটা ভালো তা প্রকাশ পায়।