কতদিন পর পর পাসওয়ার্ড বদলানো উচিত, জানালেন গুগল সিইও, সুন্দর পিচাই

আজকাল প্রযুক্তির যুগে ফেসবুক, ই-মেইল থেকে শুরু করে মোবাইল ব্যাংকিং সবই আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অঙ্গ। আর এইসবের নিরাপত্তার জন্যই পাসওয়ার্ড অত্যন্ত সুরক্ষিত হওয়া উচিত। এমনটাই মনে করছেন গুগলের সিইও সুন্দর পিচাই। এছাড়াও কয়েকদিন আগেও পাসওয়ার্ড নিয়ে নানান পরামর্শ দিয়েছিলেন তিনি।

Using a password manager: 7 pros and cons | CSO Online

কতদিন পর পর পাসওয়ার্ড বদলানো উচিত? এই বিষয়ে তিনি একটি সুন্দর উত্তর দিয়েছেন। সুন্দর পিচাই জানিয়েছেন, তিনি বারবার পাসওয়ার্ড বদলান না। এর চেয়ে তিনি বরং টু-ফ্যাক্টর অথেন্টিকেশনেই বেশি বিশ্বাসী।

টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে পাসওয়ার্ড দিলে ফোন নম্বর বা ই-মেইল এর মাধ্যমে আসা ওটিপি দিয়েই লগইন করতে হয়। তার মতে, বারবার পাসওয়ার্ড বদলানোর চেয়ে এটিই বেশি কার্যকরী।

Google CEO Sundar Pichai support India Covid-19 Fight | भारत में कोरोना संकट के बीच Google ने बढ़ाया मदद का हाथ, CEO सुंदर पिचाई ने ट्वीट कर किया ऐलान | Hindi News, दुनिया

সুন্দর পিচাই জানিয়েছেন যে, ‘সব সময় আমাকে নতুন প্রযুক্তি ও সফটওয়্যার ট্রাই করে দেখতে হয়। সেই কারণেই তিনি নিয়মিত নতুন ফোন ব্যবহার করে থাকেন। মাঝেমধ্যে তার কাছে প্রায় ২০টি নতুন স্মার্টফোন থাকে।

এছাড়াও তিনি জানিয়েছেন, তার মতে নতুন প্রজন্মের কাছে প্রযুক্তি একটা বড় অংশ হয়ে দাঁড়াবে। তাই এর সঙ্গে শিশুদেরও শুরু থেকেই খাপখাইয়ে নেওয়া প্রয়োজন। তিনিও বাড়িতে সন্তানদের ইউটিউব (YouTube) ঘাঁটাঘাঁটি করতে দেন।