ঐশ্বর্যের সৌন্দর্যের মতোই ধারালো তার শিক্ষাগত যোগ্যতা, কতদূর লেখাপড়া করেছেন জানলে অবাক হবেন

Aishwarya Rai: রূপোলি পর্দার ঐশ্বর্য রাই বচ্চন তার অভিনয় ও সৌন্দর্যে প্রায়শই সকলেরই নজর কাড়েন। অনেকে মনে করে অভিনয় করতে গেলে হয়ত পুঁথিগত শিক্ষা না থাকলেও চলে। আবার এও মনে করেন যে বলি তারকারা উচ্চশিক্ষায় শিক্ষিত নয়। এই ধারণা মোটেই ঠিক নয়। বি-টাউনে এমন অনেক সেলিব্রিটি রয়েছেন, যাঁরা শিক্ষাগত যোগ্যতার নিরিখে অনেককেই টেক্কা দিতে পারেন। বলিউডের এমনি একজন জনপ্রিয় তারকা হলেন ঐশ্বর্য রাই বচ্চন।

অভিনয় জগতে পদার্পণ করার আগে তিনি মডেল হিসেবে কাজ করতেন এবং ১৯৯৪ সালে বিশ্বসুন্দরী খেতাব অর্জন করার পর ব্যাপক খ্যাতি লাভ করেন। এরপর তামিল ছবি ‘ইরুভার’ (১৯৯৭) ছবির মধ্য দিয়ে রূপোলি পর্দায় প্রথম আত্মপ্রকাশ ঘটে। তিনি হাম দিল দে চুকে সনম (১৯৯৯) ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কিন্তু অনেকেই জানেন না, ঐশ্বর্যা রাই একজন মেধাবী ছাত্রীও ছিলেন। 

মিস ওয়ার্ল্ড ঐশ্বর্যা রাই জন্মগ্রহণ করেন কর্নাটকের তুলুভাষী এক পরিবারে। কর্ণাটকে তার স্কুলিং শেষ করার পর। উচ্চ শিক্ষার জন্য মুম্বাই চলে আসেন এবং সেখানকার জয়হিন্দ কলেজে পড়াশোনা করেন। পড়াশোনা শেষ করার পর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন মুম্বাই-এরই রূপারেল কলেজ অফ আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্স-এ।

এখান থেকেই তিনি একটু একটু করে মডেলিং ও বিভিন্ন জায়গায় অডিশন দিতে থাকেন। এই কারণেই বেশিদূর আর লেখাপড়া হয়ে ওঠেনি। ঐশ্বর্য যে পড়াশোনায় মেধাবী ছিলেন এ বিষয়ে কোন সন্দেহ নেই, ভারতের অন্যতম কঠিন পরীক্ষা সিভিল সার্ভিস পরীক্ষায় ৯৩ র‍্যাঙ্ক অর্জন করে তা বুঝিয়ে দিয়েছেন। 

ঐশ্বর্যের প্রিয় বিষয় ছিল প্রাণিবিদ্যা। তিনি মেডিসিন নিয়ে পড়াশোনা করতে চেয়েছিলেন, যদিও তা আর পরবর্তীতে সম্ভব হয়নি। সমগ্র কর্মজীবনে তিনি বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্রসহ ৪০ টিরও বেশি হিন্দী, ইংরেজি, তামিল, এবং বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। গত বছর দক্ষিনের ‘পোন্নিয়ান সেলভান’ ছবিতে দেখা গিয়েছিল। এবছর এই ছবির দ্বিতীয় পার্টেও মুখ্য ভূমিকায় দেখা যাবে তাকে। ছবিটি মুক্তি পাবে আজ অর্থাৎ ২৮ শে এপ্রিল।