নখের রঙ দেখে বুঝে নিন, আপনার শরীরে কোন রোগের বাসা বেঁধেছে কিনা

নখ আঙ্গুলের সৌন্দর্য অনেক বাড়িয়ে তোলে। তাই অনেকেই নিয়মিত নখের যত্ন নেন এবং সৌন্দর্য বাড়িয়ে তুলতে নানান প্রসাধনী দ্রব্যগুলি ব্যবহার করেন। হাত ও পায়ের নখ সুন্দর করে সাজিয়ে তুলতে আমাদের অনেকেই মোটা টাকা খরচ করতেও অভ্যস্ত। কিন্তু জানেন কি নখের বর্ণ দেখে আমাদের শরীরের ভিতরে ধীরে ধীরে বাড়তে থাকা নানা রোগের লক্ষণ বোঝা সম্ভব! 

তাহলে এখন চলুন জেনে নেওয়া যাক কিভাবে বুঝবেন হাতের নখ দেখে –

১) নখের রঙ যদি নীলচে রঙের হয়ে থাকে তাহলে বুঝতে হবে ফুসফুস এবং হার্টের সমস্যা বৃদ্ধি পেয়েছে। 

২) এছাড়া সারা শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ না হয় তাহলেও হাতের নখের রং নীল বর্ণ ধারণ করে।

৩) চিকিৎসকরা জানিয়েছেন, হাতের আঙ্গুলের নখ যদি হলুদ বর্ণের হয় তাহলে সেই ব্যক্তি জন্ডিস অথবা থাইরয়েডজনিত সমস্যায় ভুগতে চলেছেন।

৪) এছাড়াও অনেক সময় ছত্রাকঘটিত সংক্রমনের ফলে নখের রং হলুদ রঙের হয়ে থাকে।

৫) বিশেষজ্ঞরা জানিয়েছেন, লিভার জনিত সমস্যা হলে নখের চারপাশে যদি গাঢ় বর্ণের দাগ দেখা দেয়।

৬) চিকিৎসকদের মতে, নখের মধ্যে কালো দাগ দেখা দিলে তা বুঝতে হবে শরীরে ভিটামিনের অভাব অথবা ক্যান্সারের মতো মারণ রোগের দানা বাঁধতে শুরু করেছে। এমনটা হলে শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

৭) নখের রঙ ফ্যাকাসে হলে বুঝতে হবে শরীরে রক্তাল্পতা অথবা রক্তের অভাব রয়েছে। এমনকি ডায়াবেটিস বা লিভারের সমস্যা থাকলেও নখের রঙ ফ্যাকাশে হয়ে যায়।

৮) নখের গোড়ায় দাগ দেখা দিলে বুঝতে হবে সেই ব্যক্তির শরীরে রক্ত সঞ্চালনের অভাব রয়েছে। এমনকি কিডনির মতো সমস্যাতেও ভুগতে পারেন।

জানিয়ে রাখি, সাধারণত দেহে পরিমিত রক্ত থাকলে নখের রঙে একটা গোলাপি আভা দেখা যায়।