স্ট্রেচ মার্কস দূর করার কয়েকটি কার্যকরী ঘরোয়া উপায়

স্ট্রেচ মার্ক অনেকেরই সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। বেশিভাগ এই সমস্যায় পড়তে হয় নারীদের। এটি শরীরের এমন জায়গায় হয় যার ফলে অনেকে পছন্দ মত পোশাক পড়তেও পারে না। কোমরে, পেটের, পায়ে বা হাতে বিভিন্ন জায়গায় স্ট্রেচ মার্ক হতে পারে। এবার চলুন জেনে নেওয়া যাক ঘরোয়া উপায়ে স্ট্রেচ মার্ক দূর করার ঘরোয়া পদ্ধতি গুলি কি কি –

How to prevent or get rid of stretch marks

আলুর রস:

পাতলা করে আলু কেটে আলুর রস স্ট্রেচ মার্ক এর ওপর আলতো ভাবে মালিশ করতে থাকুন। এভাবে ৫-১০ মিনিট রাখার পরে উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। টানা এক সপ্তাহ এইভাবে করলে হাতেনাতে আপনি ফল পাবেন।

ডিমের সাদা অংশ:

স্ট্রেচ মার্ক দূর করতে ডিমের সাদা অংশ খুবই ভালো কাজ করে। স্ট্রেচ মার্ক এর উপরে ডিমের সাদা অংশটি ১৫ মিনিট লাগিয়ে রাখুন. শুকিয়ে গেলে গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত করলে ধীরে ধীরে স্ট্রেচ মার্ক দূর হয়ে যাবে।

লেবুর রস:

3 Ways to Get Rid of Stretch Marks Fast - wikiHow
প্রতিকৃত ছবি: WikiHow

শুধু স্ট্রেচ মার্ক-ই না যেকোন দাগের ওপরে লেবুর রস মালিশ করলে ধীরে ধীরে দূর হয়ে যায়। সপ্তাহ খানেক টানা ১০ মিনিট স্ট্রেচ মার্ক এর উপর লেবুর রস মালিশ করতে পারলে উপকার পাবেন।

হলুদ:

ত্বকের পক্ষে হলুদের জুড়ি মেলা ভার। সরিষার তেল অথবা জলের সাথে পরিমান মত হলুদ মিশিয়ে নিয়ে স্ট্রেচ মার্ক এর উপর লাগান। দিনে ২ বার করে হলুদ লাগাতে পারলে খুব শীঘ্রই হাতেনাতে ফল পাবেন।

অ্যালোভেরা বা ঘৃতকুমারী:

ত্বকের বিভিন্ন রোগগুলি সারিয়ে তুলতে সাহায্য করে অ্যালোভেরা বা ঘৃতকুমারী। স্ট্রেচ মার্ক দূর করতে প্রতিদিন অ্যালোভেরার রস আলতোভাবে মালিশ করলে উপকার পাবেন।