ইনি ভারতের সবচেয়ে শিক্ষিত ক্রিকেটার, খেলোয়াড় না হলে অনায়াসে নাসায় চাকরি পেতেন

India’s most educated cricketer: একজন ক্রিকেটারের শিক্ষাগত যোগ্যতা দিয়ে তার দক্ষতার পরিমাপ করা যায় না। কিছু ভারতীয় খেলোয়াড় রয়েছেন যারা তাদের শিক্ষকতা যোগ্যতা দিয়ে বড় বড় সংস্থায় চাকরি করতে পারতেন। তবে ক্রিকেটের প্রতি বিশেষ ভালোবাসা ও আবেগের জন্যই শেষ পর্যন্ত তারা ক্রিকেটকেই ক্যারিয়ার হিসেবে বেছে নেয়। এমনই এক খেলোয়াড়ের পরিচয় পাওয়া গেছে যিনি খেলোয়াড় না হলে অনায়াসে নাসার মতো বড় সংস্থায় চাকরি করতেন।

জানা গেছে, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষণ, অনিল কুম্বলে ও রবিচন্দ্রন অশ্বিনের মত খেলোয়াড়দের শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি। তবে এমনই এক ভারতীয় খেলোয়াড়ের পরিচয় পাওয়া গেছে যিনি তার শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা কিংবা ভারতের ইসরো-র মত বড় বড় সংস্থায় যুক্ত হতে পারতেন। তিনি আর কেউ নন, ভারতীয় ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার আবিষ্কার সালভি।

Image

২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে আবিষ্কার সালভি তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন। মুম্বাইয়ে হয়ে দীর্ঘদিন প্রথম শ্রেণীর ক্রিকেট খেললেও, আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশিদিন তাকে দেখা যায়নি। ভারতের জার্সি গায়ে মাত্র ৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং তার ঝুলিতে রয়েছে ৪টি উইকেটও। জানা যায়, গুরুতর চোটের কারণেই তার কেরিয়ার শেষ হয়ে যায়। এছাড়াও আইপিএলে তিনি দিল্লির হয়ে কয়েকটি ম্যাচ খেলেছেন।  

Image

আবিষ্কার সালভির শিক্ষাগত যোগ্যতার কথা বললে, তিনি অ্যাস্ট্রোফিজিক্সে পিএইচডি (নভোপদার্থবিজ্ঞান) করেছেন। এমনই শিক্ষাগত যোগ্যতা নিয়ে অসংখ্য মানুষ নাসা বা ইসরো-র মত সংস্থায় চাকরি করছেন। কিন্তু সালভি গবেষণাগারের গণ্ডি ছাড়িয়ে ক্রিকেটের ২২ গজকেই বেছে নিয়েছিলেন।

Image

আবিষ্কার সালভির শিক্ষাগত যোগ্যতা নিয়ে ক্রিকেট মাঠে বহুবার আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে। তিনি ছাড়াও আরো বেশ কয়েকজন ভারতীয় খেলোয়াড় অনেক বড় বড় ডিগ্রী অর্জন করেছেন। প্রসঙ্গত, ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় এমবিএ করেছেন, ভিভিএস লক্ষণ এমবিবিএস করা ছেড়ে ক্রিকেটকেই তার পেশা হিসেবে বেছে নেন।