এখনও প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করাননি? জেনে নিন কি কি সমস্যায় পড়বেন

Aadhaar PAN Card Link: ভারতীয়দের আধার ও প্যান নাম্বার লিঙ্ক করিয়ে নেওয়ার দিন প্রায় শেষ হতে চলেছে। আগামী ৩১শে মার্চ ২০২৩ এর আগে যদি এই কাজ না করেন, তাহলে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। এবার আপনি কি কি সমস্যায় পড়তে পারেন তা এক নজরে দেখে নেওয়া যাক।

প্রথমত, নির্ধারিত সময়ের মধ্যে যদি আধারের সঙ্গে যদি লিঙ্ক না করান সেই ক্ষেত্রে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। তখন কোন কাজে ওই নম্বর আর ব্যবহার করা যাবে না। সে ক্ষেত্রে আয়কর উচ্চ করের হার প্রয়োগ করবে সরকার। ফলে উচ্চ সুদ, জরিমানা, এমনকি শাস্তি পর্যন্ত হতে পারে। এমনকি আর্থিক লেনদেনের ক্ষেত্রেও যদি প্যান এর উল্লেখ না থাকে, তাহলে সমস্যায় পড়বেন। 

Image

দ্বিতীয়ত, প্যান কার্ডের বদলে আধার কার্ড ব্যবহার করা যাবে না। যদি আধার নম্বর এর সঙ্গে প্যান যুক্ত থাকে তাহলে আয়কর আইন অনুযায়ী যে কোন একটি ব্যবহার করা যেতে পারে। কিন্তু লিংক করানো না থাকলে এই নম্বর গুলি পরস্পরের বিকল্প হতে পারবে না। 

তৃতীয়ত, যদি নির্ধারিত সময়ের আগে কোনও ব্যক্তি আধার ও প্যান কার্ডের লিঙ্ক না করান ২৩৪h ধারায় অধীনে শাস্তিও হতে পারে। ফলস্বরূপ ১০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। আবার লিঙ্ক করার জন্যও ১০০০ টাকা দিতে হবে। এ কারণে আয়কর রিটার্ন দাখিল না করতে পারলে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।

Image

□⁠ আধার ও প্যান কার্ডের লিঙ্ক করানোর পদ্ধতি: 

  • প্রথমে আপনাকে ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে https://www.incometax.gov.in/iec/foportal/
  • এরপর বাম পাশেই দেখতে পাবেন ‘Link Adhar Status’, এখানে ক্লিক করে আপনার প্যান ও আধার নাম্বার দিয়ে যাচাই করতে পারবেন লিঙ্ক করানো আছে কিনা।
  • যদি লিঙ্ক করানো না থাকে তাহলে আপনাকে ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইটে ‘Link Aadhar’ অপশনটি বেছে নিতে হবে, এরপর স্টেপ বাই স্টেপ ফর্মগুলি পূরণ করলেই আপনার আধার ও প্যান কার্ডের লিঙ্ক হয়ে যাবে।
  • রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাওয়া OTP দিয়ে যাচাই করতে হবে। সব ঠিক থাকলে লিঙ্ক হয়ে যাবে।
    এসএমএস-এর মাধ্যমেও লিঙ্ক করা যেতে পারে। সেক্ষেত্র UIDPAN ১২ সংখ্যার আধার নম্বর ১০ সংখ্যার PAN লিখে পাঠিয়ে দিতে হবে 567678 বা 56161 নম্বরে।