কখনো ভেবেছেন ওষুধের প্যাকেটে এই লাল দাগ থাকে কেন? ৯৯% মানুষের অজানা

Medicine: দৈনন্দিন দৌড়াদৌড়ি জীবনে প্রত্যেক ব্যক্তির মাঝে মাঝে ওষুধের (Medicine) প্রয়োজন হয়। আমরা যখন অসুস্থ বা আহত হয় তখন ডাক্তারের কাছে যাই এবং ডাক্তার (Doctor) যে ওষুধ লিখে দেন, আমরা সেগুলি নিয়ে যাই। অনেক সময় দেখা যায় মানুষ নিজের অনুমানে বা কারও পরামর্শে ওষুধ সেবন করে। 

তবে কখনো কখনো অসতর্কতার (Carelessness) জন্য আমাদের ফল ভোগ করতে হয়। এই অনুমান করে ওষুধ খাওয়ার আগে ওষুধের প্যাকেটে তৈরি লাল দাগের (Red Spots) অর্থ কি বোঝায় তা আমাদের জেনে রাখা উচিত।

আপনি অবশ্যই কিছু ওষুধের পাতা বা প্যাকেটে লাল রঙের রেখা বা ডোরাকাটা দেখে থাকবেন। কখনও ভেবেছেন ওষুধের প্যাকেটে এই লাল দাগটি থাকে কেন? এই প্রতিবেদনে আমরা বিস্তারিত ভাবে জানিয়েছি যা সেই ওষুধ খাওয়া যাবে কি না, বা কখন খেতে হবে।

আজকাল মানুষের মধ্যে একটা বদ অভ্যাস রয়েছে, কিছু সমস্যা হলেই মানুষ দ্রুত মনে রাখা ওষুধ খেয়ে নেয়। আসলে তারা মনে করেন, ডাক্তার গতবার তো এই ওষুধই লিখেছিলেন। এইভাবে নিজের ডাক্তারি করা মারাত্মক হতে পারে। তাই ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ খাওয়া উচিত নয়।

ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বলেই কিছু ফার্মা কোম্পানি তাদের প্যাকেটে এই বিশেষ চিহ্নটি তৈরি করে। যদি কোনও প্যাকেটে লাল ডোরাকাটা বা দাগ থাকে, তাহলে এর অর্থ হল আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া সেই ওষুধটি সেবন করতে পারবেন না।