কখনও ভেবে দেখেছেন ওষুধের পাতায় খালি ঘর রাখা হয় কেন

ওষুধের পাতায় অনেক সময় খালি ঘর দেখে থাকি এবং সেসব পাতায় একটিমাত্র ওষুধ থাকে। তবে কখনো ভেবে দেখেছেন একটা বড় পাতার মাঝে মাত্র একটি ওষুধ রাখা হয় কেন? কেনই বা ফাঁকা চার কোনায় চারটি খালিঘর থাকে? তবে আপনি কি ভাবছেন ওষুধের কোম্পানিগুলো ভুলে এই খালি জায়গা গুলোতে ওষুধ ভরেনি? অবশ্য এটা ভাবা স্বাভাবিক।

আবার অনেকেই ভাবেন যে, যে প্যাকেটে একটি মাত্র ওষুধ থাকে সেগুলির দাম অনেকটা বেশি হয়ে থাকে। তাই বড় প্যাকেট দেখালে ক্রেতাদের কাছে বেশি দাম নিতেও আপত্তি থাকে না। আবার কেউ কেউ ভাবেন যে এই খালি জায়গাগুলো রাখা হয় নকশা বা ডিজাইনের জন্য। কিন্তু বিষয়টি এমন নয়। এবার জেনে নেওয়া যাক ওষুধের পাতায় কেন ঐরকম ফাঁকা জায়গা রাখা হয়।

Image

প্রথমত ওষুধের কোম্পানিগুলি সাধারণত ফাঁকা জায়গা রাখে যাতে প্যাকেটের পিছনে প্রিন্ট করার পর্যাপ্ত জায়গা থাকে। কারণ ওষুধের নাম লিখতে হয়, প্রস্তুত হওয়া তারিখ এবং মেয়াদের উত্তীর্ণ তারিখ ইত্যাদি লেখার জন্য অতিরিক্ত জায়গা লাগে। আর যেসব প্যাকেটে একটি মাত্র ওষুধ থাকে সেখানে এই লেখা প্রিন্ট করার জন্য পুরোপুরি সমান জায়গা না রেখে চারটি বা দুটি ফাঁকা জায়গা রাখা হয়।

দ্বিতীয়ত, এই ফাঁকা ঘর গুলো ওষুধ আনা নেওয়ার সময় নষ্ট হওয়া থেকে বাঁচায়। আসলে অনেক সময় চাপে ওষুধ নষ্ট হয়ে যায়। তাই এই সমস্যার সমাধানের জন্য বড় ওষুধের প্যাকেট গুলিতে এইভাবে ফাঁকা ঘর রাখা হয়।

তৃতীয়ত, একটা ওষুধের সঙ্গে অন্যান্য ওষুধগুলির মধ্যে যাতে কোন প্রতিক্রিয়া সৃষ্টি না হয় তাই এই মাঝের ঘরগুলোতে ফাঁকা রাখা হয়। আর এটাও জানিয়ে রাখি, এর সঙ্গে ওষুধ কোম্পানিগুলোর বাড়তি টাকা নেওয়ার কোন উদ্দেশ্য থাকে না।