২০২১ আইপিএলের সেরা একাদশ বেছে নিলেন হর্ষ ভোগলে, তালিকায় বাদ একগুচ্ছ ক্রিকেট তারকা

সদ্যসমাপ্ত হওয়া আইপিএলের সেরা খেলোয়াড়দের নিয়ে এদিন ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশেষজ্ঞ হর্ষ ভোগলে বেছে নিয়েছেন তার সেরা একাদশ। ১৪তম আইপিএলের ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে চতুর্থবারের জন্য শিরোপা জয় লাভ করে চেন্নাই সুপার কিংস।

তবে এবারের আইপিএলে রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পান্থ ও মহেন্দ্র সিং ধোনির মতো মহারথীদের পারফর্ম হতাশাজনক হওয়ায় হর্ষ ভোগলের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন।

Ruturaj Gaikwad is in KL Rahul category: Brian Lara hails CSK opener after  magnificent ton against Rajasthan Royals, Sports News | wionews.com

হর্ষ ভোগলে ২০২১ আইপিএলে তার সেরা একাদশে ওপেনার হিসেবে কে. এল. রাহুল ও ঋতুরাজ গায়কোয়াড়কে বেছে নিয়েছেন। তিন নম্বরে উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে সঞ্জু স্যামসন রয়েছেন। চার নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা গ্লেন ম্যাক্সওয়েলকে অন্তর্ভুক্ত করেছেন।

What Makes Glenn Maxwell An Immediate Success At RCB?

হর্ষ ভোগলের চূড়ান্ত তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন শিমরন হেটমায়ার। অলরাউন্ডার হিসেবে ছয় ও সাত নম্বরে যথাক্রমে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও জেসন হোল্ডার। এরপর চার বোলারকে তার দলে অন্তর্ভুক্ত করেছেন। পেস বলের দায়িত্বে জসপ্রীত বুমরাহ ও হর্ষল প্যাটেল এবং স্পিন বিভাগে বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন রয়েছেন।

Dropped on 0, Jadeja haunts RCB as he smashes 37 runs off Harshal Patel  over - WATCH | Cricket - Hindustan Times

☞ হর্ষ ভোগলের সেরা আইপিএল একাদশ:

১) কে এল রাহুল, ২) ঋতুরাজ গায়কোয়াড়, ৩) সঞ্জু স্যামসন, ৪) গ্লেন ম্যাক্সওয়েল, ৫) শিমরন হেটমায়ার, ৬) রবীন্দ্র জাদেজা, ৭) জেসন হোল্ডার, ৮) জসপ্রীত বুমরাহ, ৯) হর্ষল প্যাটেল, ১০) বরুণ চক্রবর্তী ও ১১) সুনীল নারিন।