পাঁচবার ক্রিকেটের মাঠে একই দলের সদস্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন, তালিকায় দুই ভারতীয়

ক্রিকেট ভদ্রলোকের খেলা — তবে ক্রিকেটের মাঠে এমন কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে যা কেউ কখনো ভাবতেও পারেনি। আজকের প্রতিবেদনে, এমন ৫ ঘটনার কথা উল্লেখ রয়েছে, যেখানে একই দলের সদস্যরা নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েন। এবার জেনে নেওয়া যাক:-

১) বিরাট কোহলি ও গৌতম গম্ভীর:

Gautam Gambhir 'Attacks' Virat Kohli – 'He's Not MS Dhoni'

আইপিএল চলাকালীন একটি ম্যাচে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরকে একে অপরের সাথে ঝামেলায় জড়াতে দেখা গেছে। আসলে বিরাট কোহলি আউট হলে কেকেআরের অধিনায়ক গৌতম গম্ভীর খুবই জোরে উল্লসিত হন, যা কোহলি একেবারেই ভালোভাবে নেননি। এরপর একে অপরের দিকে দুজনেই তেড়ে আসে ও বাকবিতণ্ডা চলে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুই ভারতীয় তারকাকে জরিমানা দিতে হয়েছিল।

২) সুরেশ রায়না ও রবীন্দ্র জাদেজা:

Australia v India Twenty20: Virat Kohli, Ravindra Jadeja lead visitors to commanding win in Adelaide (With images) | Ravindra jadeja, Virat kohli, India

একটি ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ চলাকালীন দুই ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না ও রবীন্দ্র জাদেজা উভয়েই ঝামেলায় জড়িয়ে পড়েন। আসলে একটি সহজ ক্যাচ রবীন্দ্র জাদেজার নাগালে ছিল, কিন্তু সুরেশ রায়না দ্রুত এসে সেই ক্যাচটি ধরার চেষ্টা করেন ও ব্যর্থ হন। এরপর এই দুজনের মধ্যে তুমুল বিবাদ হয়। অবশ্য ব্যাপারটা তারা মাঠের মধ্যে মিটিয়ে নেন।

৩) মোহাম্মদ আসিফ ও শোয়েব আখতার:

Mohammad Asif better than Bumrah, Amir and even Wasim Akram, says Shoaib Akhtar | Cricket News – India TV

মোহাম্মদ আসিফ ও শোয়েব আখতারের মধ্যে ঝামেলাটি খুবই গুরুতর এবং আজও তাদের মধ্যে কোন যোগাযোগ নেই। জানা যায় ড্রেসিংরুমে একে অপরের সাথে মতপার্থক্য হওয়ায় শোয়েব আখতার ব্যাটে করে মোহাম্মদ আসিফের বাম উরুতে সজোরে আঘাত করেছিল। এই ঘটনায় ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েব আখতারকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের তিনটি ম্যাচে নিষেধাজ্ঞা ও জরিমানা করা হয়।

৪) ডগ ব্রেসওয়েল ও জেসি রাইডার: 

Jesse Ryder, Doug Bracewell to be investigated by New Zealand board - Cricket Country

নিউজিল্যান্ডের এই এই দুই ক্রিকেটার তাদের সময়ে প্রতিভাবান হয়ে ওঠেন। কিন্তু দুর্ভাগ্যবশত হঠাৎ একে অপরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। যা এই ভদ্রলোকের খেলাকে তারা কালিমালিপ্ত করে। এই ঘটনায় ব্রেসওয়েলের একটি পা ভাঙ্গে ও রাইডারের একটি হাত যখন হয়েছিল। এর পরবর্তী সিরিজে থেকে তাদের ব্যান করা হয়। 

৫) ম্যাথু হেডেন ও গ্লেন ম্যাকগ্রা:

The Ashes 2019: Australia v Australia set to explode | The Courier Mail

অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন ও গ্লেন ম্যাকগ্রা এই দুই কিংবদন্তি তাদের সময়ে সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু তারাও একটি ঝামেলায় জড়িয়ে পড়েছিল যা অনেকেরই অজানা। আসলে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে রান নেওয়ার সময় ম্যাথু হেডেন ম্যাকগ্রাকে কিছু বলেছিলেন। এই ব্যাপারটিকে ম্যাকগ্রা কোনভাবেই ভালোভাবে নেননি। হেডেনের কাছে এসে তাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেন।