Cricket
ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ রানের পাঁচটি জুটি, তালিকায় দুটি ভারতের
যেকোনো ক্রিকেটে দুই ব্যাটসম্যানের মধ্যে বড় পার্টনারশিপ হওয়া খুবই জরুরী, এমনটা না হলে বেশিরভাগ পরাজয়ের মুখোমুখি হতে হয়। তবে টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটে পার্টনারশিপ হওয়া অনেকটাই পার্থক্য। ওডিআই ক্রিকেটে রান রেট এর উপর নজর রেখে ব্যাটসম্যানেদের রান করে যেতে হয়। তবে কঠিন সময়ে বড় পার্টনারশিপ বহুবার দলকে হারের মুখ থেকে বাঁচিয়েছে।
আজকের প্রতিবেদনে রয়েছে, আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটের সর্বোচ্চ রানের পাঁচটি জুটি! এবার চলুন দেখে নেওয়া যাক –
১) ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস: ৩৭২ রান
২০১৫ সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ দল দ্বিতীয় উইকেটে ক্রিস গেইল (২১৫) ও মারলন স্যামুয়েলস (১৩৩*) দুজনে মিলে ৩৭২ রানের পার্টনারশিপ গড়েন। প্রথম ব্যাটসম্যান হিসেবে ওডিআই বিশ্বকাপে ডাবল সেঞ্চুরি হাঁকান ক্রিস গেইল। ওই দলের মোট রানও হয়েছিল ৩৭২। ম্যাচের ফলাফল হিসেবে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৭৩ রানে জয়লাভ করে ক্যারিবিয়ানরা।
২) জন ক্যাম্বেল ও সাই হোপ: ৩৬৫ রান
২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার জন ক্যাম্বেল (১৭৯) ও সাই হোপ (১৭০) দুজনে মিলে ৩৬৫ রানের পার্টনারশিপ গড়েন। ওয়েস্ট ইন্ডিজ দল ৩ উইকেট হারিয়ে ৩৮১ রান তোলে। ম্যাচের ফলাফল হিসেবে আইরিশ দল ১৯৬ রানে পরাজিত হয়।
৩) শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়: ৩৩১ রান
১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল দ্বিতীয় উইকেটে শচীন টেন্ডুলকার (১৮৬) ও রাহুল দ্রাবিড় (১৫৩) দুজনে মিলে ৩৩১ রানের পার্টনারশিপ গড়েন – যা ১৬ বছর ধরে অক্ষত ছিল। ভারতীয় দল ২ উইকেট হারিয়ে মোট ৩৭৬ রান তোলে। ম্যাচের ফলাফল হিসেবে কিউইরা ১৭৪ রানে পরাজিত হয়।
৪) সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়: ৩১৮ রান
১৯৯৯ সালের বিশ্বকাপে শ্রীলংকার বিরুদ্ধে ভারতীয় দল দ্বিতীয় উইকেটে সৌরভ গাঙ্গুলি (১৮৩) ও রাহুল দ্রাবিড় (১৪৫) দুজনে মিলে ৩৩১ রানের পার্টনারশিপ গড়েন। ভারতীয় দল ৬ উইকেট হারিয়ে মোট ৩৭৩ রান সংগ্রহ করে। ম্যাচের ফলাফল হিসেবে ১৫৭ রানে পরাজিত হয় সিংহল দল।
৫) ইমাম-উল-হক ও ফখর জামান: ৩০৪ রান
২০১৮ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে পাকিস্তানি দল ওপেনিং জুটিতে ৩০৪ রান তোলে ইমাম-উল-হক (১৩৩) ও ফখর জামানের (২১০*) ব্যাটিং এর উপর নির্ভর করে। ওডিআইতে পাকিস্তানের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকান ফখর জামান। পাকিস্তান ৪০০ রানের টার্গেট দিলে ১৫৫ রানে গুটিয়ে যায় “দূর্বল” জিম্বাবুয়ে দল।
