৫ ভারতীয় ক্রিকেটার, যাদের ওয়ানডে ক্রিকেটে ফিরে আসা আর কখনও সম্ভব নয়

গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেট দল অভাবনীয় উন্নতি লাভ করেছে এবং এর পেছনে রয়েছে খেলোয়াড়দের প্রচুর অবদান। ইতিমধ্যেই ভারতীয় দলের রিজার্ভ বেঞ্চ যথেষ্ট শক্তিশালী। কারণ এর মধ্যে রয়েছে ব্যাটসম্যান থেকে শুরু করে দুর্দান্ত বোলার। এমন পরিস্থিতিতে কোন খেলোয়াড়ের সাদামাটা পারফরম্যান্স নির্বাচকদের নজর কাড়ে না। আজকের আলোচ্য বিষয় অনুযায়ী, যে পাঁচজন ভারতীয় ক্রিকেটারের ওয়ানডে ক্রিকেটে ফিরে আসা হয়তো আর কখনো সম্ভব নয়; এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:  

১) দীনেশ কার্তিক:

Team management wants me to finish games batting at number six, says India's Dinesh Karthik

উইকেট-রক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক সীমিত ওভারের ক্রিকেটে প্রচুর ম্যাচ খেলেছেন। তবে কখনোই ধারাবাহিকভাবে দলে টিকতে পারেনি। ২০১৯ বিশ্বকাপে সুযোগ পেয়েও ব্যর্থ হন। তখন থেকেই দলের বাইরে। এমন পরিস্থিতিতে তার প্রত্যাবর্তনের সম্ভাবনা খুবই কম। কার্তিক ৯৪টি ওয়ানডে ম্যাচে ৩০.২১ গড়ে ১৭৫২ রান করেছেন। 

২) অজিঙ্কা রাহানে:

I deserve a chance' - Ajinkya Rahane opens up after being ignored for Australia ODIs

টেস্ট ক্রিকেটে অজিঙ্কা রাহানের অবদান কখনও ভোলার নয়। তার ধীরগতিসম্পন্ন ব্যাটিং সকলকে মুগ্ধ করলেও সীমিত ওভারের ক্রিকেটে যে ধরনের প্রতিযোগিতা চলছে তাতে ফিরে আসা খুবই কঠিন বলে মনে করছেন তিনি নিজেই। রাহানে ৯০টি ওয়ানডে ম্যাচে ৩৫.২৬ গড়ে ২৯৬২ রান করেছেন। 

৩) কেদার যাদব:

CWC 2019: Kedar Jadhav likely to be fit by India's second World Cup fixture, suggests report

ভারতীয় দল একজন মিডিল অর্ডার ব্যাটসম্যানের সন্ধানে ছিলো। ওই সময়ে কেদার যাদব তার পারফরম্যান্স দিয়ে ২০১৯ বিশ্বকাপে সুযোগ পান। কিন্তু চূড়ান্ত ব্যর্থতার কারণে বাদ পড়ে আর ফিরতে পারেন নি। এই পরিস্থিতিতে তার কেরিয়ার প্রায় শেষ হয়ে গেছে বলে মনে করা হয়। কেদার যাদব ৭৩ ওয়ানডে ম্যাচে ৪২.০৯ গড়ে ১৩৮৯ রান করেছেন। 

৪) ইশান্ত শর্মা:

Ishant Sharma — Is his current ODI form good enough to earn him a place in ICC World Cup 2015 squad? - Cricket Country

ইশান্ত শর্মা একজন দুর্দান্ত টেস্ট বোলার হিসেবে পরিচিতি পেলেও বেশ কয়েক বছর তাকে সীমিত ওভারের ক্রিকেটে দেখা যায়নি। এই মুহূর্তে দলে সীমিত ওভারের এক ঝাঁক দুর্দান্ত বোলার রয়েছেন। সেই হিসেবে ইশান্তের ওয়ানডেতে ফেরা কঠিন। তিনি ৮০ ম্যাচে ১১৫টি উইকেট নিয়েছেন। 

৫) উমেশ যাদব:

Image

ভারতীয় ফাস্ট বোলার উমেশ যাদব সর্বশেষ ২০১৮ সালে জাতীয় দলের হয়ে খেলেছিলেন। বর্তমানে বুমরাহ থেকে শুরু করে মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, শার্দুল ঠাকুর এছাড়া আরও অনেক তরুণ বোলার রয়েছেন। সুতরাং দীর্ঘদিন না থাকা এই ফরম্যাটে উমেশের ওয়ানডেতে ফিরে আসা খুবই কঠিন। তিনি ৭৫ ম্যাচে মোট ১০৬টি উইকেট নিয়েছেন।