বিশ্বকাপ খেলেছেন অথচ একটিও টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাননি এই ৫ ভারতীয় ক্রিকেটার

প্রতিটি ক্রিকেটার দেশের হয়ে টেস্ট খেলার স্বপ্ন দেখে। তবে খেলোয়াড়দের আসল পরীক্ষা হয় টেস্ট ক্রিকেটে। কোন ব্যাটসম্যান যদি কৌশলগত দিক দিয়ে পরিপক্ক না হয় তাহলে কখনোই টেস্ট ক্রিকেটে সফল হতে পারবেন না। ভারতীয় ক্রিকেট ইতিহাসে এমন কয়েকজন রয়েছেন, যারা দেশের হয়ে বিশ্বকাপ খেলেছেন অথচ একটিও টেস্ট খেলার সুযোগ পাননি। আজকের প্রতিবেদনে তাদের সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক:- 

৫) কেদার যাদব:

Been more than two years since I have been batting at No. 6: Kedar Jadhav

ভারতীয় অলরাউন্ডার কেদার যাদব বেশ কয়েকবার দলের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। যে কারণে তিনি ২০১৯ বিশ্বকাপ দলে নির্বাচিত হন। পরিসংখ্যানের কথা বললে, কেদার যাদব ৭৩টি ওডিআই ম্যাচে ১০১ স্ট্রাইক রেট নিয়ে ৪২.১০ গড়ে ১৩৮৯ রান করেছেন। যার মধ্যে দুটি সেঞ্চুরি ও বল হাতে ২৭টি উইকেট নিয়েছেন কিন্তু কখনও টেস্ট দলে নির্বাচিত হননি। 

৪) দিনেশ মোঙ্গিয়া:

Dinesh Mongia announces retirement from all formats of cricket

২০০৩ সালে ভিভিএস লক্ষ্মণের জায়গায় বিশ্বকাপের জন্য দলে নির্বাচিত হয়ে সকলকে অবাক করে দেন দিনেশ মোঙ্গিয়া। যদিও ওই বিশ্বকাপে ভারতীয় দল ফাইনালে উঠেছিল। তিনি ৫৭টি ওডিআই ম্যাচে ২৭.৯০ গড়ে ১২৩০ রান করেছেন। কিন্তু কখনও টেস্ট দলে সুযোগ পাননি।

৩) ইউসুফ পাঠান:

Indian cricket - Latest News on Indian cricket | Read Breaking News on Zee News

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে কেরিয়ার শুরু করেছিলেন ইউসুফ পাঠান। যদিও তার কেরিয়ার সংক্ষিপ্ত ছিল, তবে বড় বড় ছক্কা হাঁকানোর জন্য তিনি সুনাম অর্জন করেন। পরিসংখ্যানের কথা বললে, তিনি ৫৭টি ওডিআই ম্যাচে ৮১০ রান করেছেন, যার মধ্যে দুটি দুর্দান্ত সেঞ্চুরি রয়েছে।

২) রবিন উথাপ্পা:

I honestly believe I have a World Cup left in me' - Robin Uthappa eager to make his national comeback

২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে রবিন উথাপ্পা ৮৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। ২০০৭ সালে তাকে টিম ইন্ডিয়ার হয়ে বিশ্বকাপ খেলতে দেখা যায়। কখনও টেস্ট দলে সুযোগ হয়নি তার। পরিসংখ্যানের কথা বললে, রবিন উথাপ্পা ৪৬টি ওডিআই ম্যাচে ৯৩৪ রান করেছেন, যার মধ্যে কেবল মাত্র ৬টি হাফ সেঞ্চুরি রয়েছে।  

১) যুজবেন্দ্র চাহাল:

WATCH: Graeme Swann terms Yuzvendra Chahal a 'dog chasing a frisbee' - Cricket Country

সীমিত ওভারের ক্রিকেটে যুজবেন্দ্র চাহাল অন্যতম সেরা স্পিনার হলেও টেস্ট ক্রিকেটে এখনও জায়গা করতে পারেননি। গত ২০১৯ বিশ্বকাপে তিনি ৮ ম্যাচে ১২টি উইকেট শিকার করেন। পরিসংখ্যানের কথা বললে, তিনি ৫৬টি ওডিআই ম্যাচে ৯৭টি ও ৪৯টি টি-টোয়েন্টিতে ৬৩টি উইকেট নিয়েছেন।