ওয়ানডে ক্রিকেটে ভারতীয় দলের পাচঁটি দ্রুততম সেঞ্চুরি, #১নং-এ কে জানেন?

সীমিত ওভারের ক্রিকেট আসার পরে আগের তুলনায় ব্যাটসম্যানরা দ্রুততম সেঞ্চুরি হাঁকানোটা অভ্যাস করে ফেলেছেন। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিস্ফোরক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স মাত্র ৩১ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন – যা একটি বিশ্বরেকর্ড।

তবে আজকের আলোচ্য বিষয়ে রয়েছে, ওয়ানডে ক্রিকেটে ভারতীয় দলের পাচঁটি দ্রুততম। চলুন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক:- 

৫) যুবরাজ সিং: ৬৪ বলে 

CWC 2019: Afghan captain warns Bangladesh

২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে যুবরাজ মাত্র ৬৪ বলে দুর্ধর্ষ সেঞ্চুরি করে এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। শেষ অবধি ১৩৮* রানে অপরাজিত থাকেন। তার এই ইনিংসে সাজানো ছিল ৬টি ছক্কা ও ১৬টি চার। এর ফলে ভারতীয় দলের স্কোর বোর্ড গিয়ে দাঁড়ায় ৩৮৭ রানে এবং ১৫৮ রানে জয়ী হয়।  

৪) মহম্মদ আজহারউদ্দিন: ৬২ বলে 

One of my best knocks: Mohammad Azharuddin recalls his whirlwind ...

১৯৮৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মহম্মদ আজহারউদ্দিন ৬২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। ২৭৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত আজহার ১০৮ রানে অপরাজিত থেকে দলকে জেতান। তার এই ইনিংসে সাজানো ছিল ৩টি ছক্কা এবং ১০টি চার। 

৩) বিরাট কোহলি: ৬১ বলে

Virat Kohli revives India's innings with determined century - The Week

অধিনায়ক বিরাট কোহলি ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬১ বলে সেঞ্চুরি হাঁকিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। ৩৫১ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত তিনি ১১৫* রানে অপরাজিত থেকে দলকে জেতান ও ম্যাচের সেরা হন। তার এই ইনিংসে সাজানো ছিল ১টি ছক্কা এবং ১৮টি চার। 

২) বীরেন্দ্র শেহবাগ: ৬০ বলে 

On This Day: India-Sri Lanka Played A Thrilling High-Scoring ODI

২০০৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে শেহবাগ মাত্র ৬০ বলের সেঞ্চুরিটি এই তালিকায় দ্বিতীয় স্থানে নেমে এসেছে। ২৭০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শেহবাগ ১২৫ রানে অপরাজিত থাকেন। এই ইনিংসে সাজানো ছিল ৬টি ছক্কা এবং ১৪টি চার। বৃষ্টির কারণে ম্যাচটি ভারতীয় দল ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৮৪ রানে জয়লাভ করে। 

১) বিরাট কোহলি: ৫২ বলে

5 amazing Virat Kohli centuries which came in successful ODI chases

ওয়ানডে ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি রয়েছে বিরাট কোহলির নামে। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় দল ৩৬০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে। রোহিত শর্মা (১৪১*) ও ধাওয়ানের (৯৫) দুরন্ত পারফরম্যান্সের পর কোহলি মাত্র ৫২ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তার এই ইনিংসে সাজানো ছিল ৮টি চার ও ৭টি ছক্কা। ৯ উইকেটে জয়লাভ করে ভারতীয় দল।