লর্ডসের ঐতিহাসিক মাঠে সেঞ্চুরি হাঁকাতে ব্যর্থ হয়েছেন যে পাঁচ বিখ্যাত ব্যাটসম্যান
ক্রিকেটের যে কোন গ্রাউন্ডে সেঞ্চুরি হাঁকানো গর্বের হলেও লর্ডসের ঐতিহাসিক মাঠে এই কৃতিত্ব অর্জন করা ঐতিহ্যের বিষয়। প্রসঙ্গত প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী তার অভিষেক টেস্টে এই মাঠে সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন। তবে কয়েক জন ব্যাটসম্যান ছিলেন যারা সারা বিশ্বে দাপিয়ে বেড়িয়েছেন কিন্তু লর্ডসের মাঠে কখনোই সেঞ্চুরি হাঁকাতে পারেননি, এই স্বপ্ন কেবল স্বপ্নই রয়ে গেছে।
আজকের প্রতিবেদনে রয়েছে, লর্ডসের ঐতিহাসিক মাঠে যে পাঁচ কিংবদন্তি ব্যাটসম্যান কোন সেঞ্চুরি হাঁকাতে পারেন নি! চলুন তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:-
১) শচীন টেন্ডুলকার:
টেস্ট ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ২০০টি টেস্ট ম্যাচে ৫১টি সেঞ্চুরি করেছেন। তবে ইংল্যান্ডের লর্ডসের মাঠে সেঞ্চুরি করতে না পারার অপেক্ষা হয়তো তার চিরকাল থেকে যাবে। পরিসংখ্যানের কথা বললে, লর্ডসের মাটিতে তিনি ৯ ইনিংসে ২১.৬৭ গড় নিয়ে মোট ১৯৫ রান করেছেন। যেখানে তার সর্বোচ্চ স্কোর ৩৭ রান।
২) ব্রায়ান লারা:
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ (৪০০*) ব্যক্তিগত রানের মালিক ক্যারিবিয়ান রাজপুত্র ব্রায়ান লারা। টেস্ট ক্যারিয়ারে তার ৩৪টি সেঞ্চুরি থাকলেও লর্ডসের মাঠে একটিও নেই। পরিসংখ্যানের কথা বললে, এই মাঠে তিনি ৬ ইনিংসে ২২.২৬ গড় নিয়ে মোট ১২৬ রান করেছেন। যেখানে তার সর্বোচ্চ স্কোর ৫৪ রান।
৩) সুনীল গাভাস্কার:
টেস্টের ইতিহাসে সবার প্রথম ১০ হাজার রানের মাইলস্টোন অতিক্রম করেছিলেন ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। টেস্ট ক্যারিয়ারে তার মোট ৩৪টি সেঞ্চুরি রয়েছে কিন্তু কোনটাই লর্ডসের মাটিতে নয়। পরিসংখ্যানের কথা বললে, তিনি ১০ ইনিংসে ৩৭.৬০ গড় নিয়ে মোট ৩৭৬ রান করেছেন। যেখানে তার সর্বোচ্চ স্কোর ৫৯ রান।
৪) রিকি পন্টিং:
লর্ডসের মাটিতে সেঞ্চুরি হাঁকাতে না পারা ব্যাটসম্যানদের তালিকায় অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংও রয়েছেন। টেস্ট ক্যারিয়ারে তার ৪১টি সেঞ্চুরি থাকলেও লর্ডসের মাটিতে সেঞ্চুরি হাঁকাতে ব্যর্থ হয়েছেন। পরিসংখ্যানের কথা বললে, এই মাঠে তিনি ৮টি ইনিংসে ১৬.৮৭ গড় নিয়ে মোট ১৩৫ রান করেছেন। যেখানে তার সর্বোচ্চ স্কোর ৪২ রান।
৫) জ্যাক কালিস:
লর্ডসের মাটিতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন জ্যাক কালিস। টেস্ট ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরি (৪৫টি) হাঁকানোর তালিকায় তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন, কিন্তু এই ঐতিহাসিক মাঠে সেঞ্চুরি করার ইচ্ছা তার কখনোই পূরণ হয়নি। পরিসংখ্যানের কথা বললে, এই মাঠে তিনি ৫ ইনিংসে ১০.৮০ গড় নিয়ে মোট ৫৪ রান করেছেন। যেখানে তার সর্বোচ্চ স্কোর ৩১ রান।