ভারতের হয়ে কেবল একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এমন ৫ ক্রিকেটার

আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি যুক্ত হওয়ার পর ভারতীয় সিনিয়র খেলোয়াড়দের মধ্যে তেমন কোনো আগ্রহ দেখা যায়নি। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় অধিকাংশ সিনিয়র খেলোয়াড়রা নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছিলেন। তবুও তরুণ অধিনায়ক ধোনির নেতৃত্বে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর থেকেই টি-টোয়েন্টির জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। তবে এমন ৫ ভারতীয় খেলোয়াড় রয়েছেন যারা কেবল একটি টি-টোয়েন্টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:

১) এস. বদ্রিনাথ:

Want to Spend More Time With Family: Subramaniam Badrinath Announces Retirement From All Forms of Cricket | India.com

২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এস বদ্রিনাথ টি-টোয়েন্টিতে অভিষেক করেন। কিন্তু এটিই তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়েছিল। ভারতীয় দল।প্রথমে ব্যাট করে ১৫৯ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন এস বদ্রিনাথ। জবাবে ওয়েস্ট ইন্ডিজ দল ১৪৩ রান তুলতে সক্ষম হয়। বদ্রিনাথ ম্যাচের সেরা খেলোয়াড় হলেও আর কখনোই জাতীয় দলে ফিরতে পারেননি।

২) রাহুল দ্রাবিড়:

I have never seen a better player than Rahul Dravid in life: Graeme Swann | Cricket News – India TV

ভারতীয় ক্রিকেটের সেরা ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ও ক্রিকেট ক্যারিয়ারে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন এবং সেটিই ছিল তার বিদায়ী ম্যাচ। এই ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন। ২০১১ ইংল্যান্ডের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে শমিত প্যাটেলকে পরপর তিনটি ছক্কা হাঁকিয়ে তিনি ২১ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন।

৩) মুরলী কার্তিক:

My wife ran away from the ground” - Murali Kartik recalls controversy surrounding 2012 Mankading incident

বাঁহাতি ভারতীয় স্পিনার মুরলী কার্তিক তার ক্যারিয়ারে একটিমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় দল একটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়। অস্ট্রেলিয়া প্রথম ব্যাটিং করে ১৬৬ রান তোলে। জবাবে ভারতীয় দল ৩ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। মুরলী কার্তিক ৪ ওভার হাত ঘুরিয়ে ২৭ রান দেন, তবে একটিও উইকেট পাননি।

৪) দীনেশ মোঙ্গিয়া:

Dinesh Mongia announces retirement from all forms of cricket | Cricket News – India TV

প্রাক্তন ভারতীয় বাঁহাতি ব্যাটসম্যান দীনেশ মোঙ্গিয়া জাতীয় দলের হয়ে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের আন্তর্জাতিক উদ্বোধনী টি-টোয়েন্টি ম্যাচে তিনি ৩ নম্বরে ব্যাটিং করে সর্বোচ্চ ৩৮ রান করেছিলেন। তার এই ইনিংসে সাজানো ছিল ৪টি চার ও ১টি ছক্কা। দক্ষিণ আফ্রিকার প্রথম ব্যাট করে ১২৬ রান তোলে। জবাবে ভারতীয় দল ৪ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়।

৫) শচীন টেন্ডুলকার:

11 years ago today, India played their first-ever T20 International. And they beat South Africa - Sports News

আন্তর্জাতিক ৬৬৪ টি ম্যাচ খেলা শচীন টেন্ডুলকার তার ক্যারিয়ারে কেবলমাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হয়েছিল। দক্ষিণ আফ্রিকার প্রথম ব্যাট করে ১২৬ রান তোলে। জবাবে ভারতীয় দল ৪ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। এই ম্যাচে শচীনের ব্যাট থেকে দুটি বাউন্ডারির সাহায্যে ১০ রান এসেছিল। এছাড়া বল হাতে একটি উইকেটও পেয়েছিলেন। কিন্তু এরপরে আর একটিও টি-টোয়েন্টি ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেননি।