Science & Technology
নিষিদ্ধ হওয়া জনপ্রিয় ৬টি চীনা App-এর হুবহু “বিকল্প অ্যাপ” গুলি, জেনে নিন
কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্র কে তরফ থেকে ইতিমধ্যেই চীনের ৫৯ অ্যাপ বাতিল করেছে। কারণ সে গুলি দেশের জন্য একেবারেই সুবিধার নয়। দেশের সুরক্ষা সার্বভৌমত্ব এবং অখণ্ডতার কথা ভেবে ভারতবর্ষে নিষিদ্ধ করা হয়েছে ওই চাইনিজ অ্যাপগুলি।
এখন জেনে নেওয়া যাক জনপ্রিয় ৬টি চীনা অ্যাপের ভারতীয় পারফেক্ট বিকল্প গুলি কি কি-
১) ROPOSO (TikTok এর বিকল্প)
ROPOSO একটি ভারতীয় ভিডিও শেয়ারিং অ্যাপ যেখানে ব্যবহারকারীরা টিকটকের মতোই ভিডিও এবং ছবি শেয়ার করতে পারেন। এই অ্যাপটি TikTok এর বিকল্প হিসেবে বিবেচনা করা হয়েছে। অ্যান্ড্রয়েড এবং iOS দুই প্ল্যাটফর্মেই রয়েছে।
২) ZShare (Share it এর বিকল্প)
ভারতবর্ষে চীনা অ্যাপ নিষিদ্ধ হওয়ার সাথে সাথে ZShare নামে একটি অ্যাপ লঞ্চ করেছে। স্মার্টফোনের ফাইল শেয়ার করার জন্য চিনা অ্যাপ Share it এর বিকল্প হিসেবে ধরা হচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ফাইলগুলি আদান-প্রদান করতে পারেন।
৩) ShareChat (Hello এর বিকল্প)
ShareChat নামক ভারতীয় অ্যাপটি একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এটি চীনা অ্যাপ Hello এর বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। এটি কেবল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। ২০১৫ সালে কানপুরের এক আইটিআই এর ছাত্র তৈরি করেছিলেন।
৪) CAM SCANNER (Adobe Scan এর বিকল্প)
ভারতবর্ষে নিষিদ্ধ হওয়া চীনা অ্যাপ Adobe Scan এর বিকল্প হিসেবে CAM SCANNER ব্যবহার করা যেতে পারে।
৫) Photo Video King Master (Viva Video এর বিকল্প)
ভারতবর্ষে নিষিদ্ধ হয়েছে চীনা অ্যাপ Viva Video, এখন এর পরিবর্তে Photo Video King Master বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। এটি একটি ভারতীয় অ্যাপ।
৬) Firefox (UC Browser এর বিকল্প)
ভারতবর্ষে নিষিদ্ধ হয়েছে জনপ্রিয় চিনা অ্যাপ UC Browser, যার পরিবর্তে এখন Firefox, Chrome অথবা Opera Browser বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে।
