ভাইয়ের ক্যারিয়ার ধ্বংস করেন আমির খান, ভুল ওষুধ খেয়ে কোথায় হারিয়ে গেলেন ‘মেলা’র অভিনেতা

‘মেলা’ ছবিতে আমিরের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন ফয়জল খান

তারকা-সন্তান হলেই রূপলী পর্দায় সাফল্য যেন বাঁধাধরা। কিন্ত প্রচলিত এই ধ্যানধারণা ঘিরে বিতর্ক কিছু কম নয়। অভিনেতা ফয়জল পরিচিতি পেয়েছিলেন ‘মেলা’র (Mela) হাত ধরে। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত সেই ছবি ফয়জলের সঙ্গে অভিনয় করেছিলেন তার দাদা আমিরও (Aamir Khan)। এদিকে তাঁর বাবা নামী প্রযোজক, দাদা বলিউডের প্রথম সারির অভিনেতা। তবে ফিল্মি পরিবার থেকে এসেও তিনিও অকালে হারিয়ে গেলেন।

Image

এমন ব্যক্তির সাফল্যের শিখরে হয়ে ওঠার পথটা বেশ মসৃণ হওয়ারই কথা ছিল। কিন্তু জীবনের অঙ্ক যেন আর মিলল না। অকালেই ঝরে গেলেন অভিনেতা ফয়জল খান (Faizal Khan)। আমির খানের ভাই। ফয়জল পরিচিতি পেয়েছিলেন ‘মেলা’ সিনেমাতে তার দাদার সঙ্গে অভিনয়ের মধ্যে দিয়ে। যদিও ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ফলে ফয়জলের ক্যারিয়ারও অচিরেই ভেঙে পড়ে।

Image

ফয়জল তার ক্যারিয়ার শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে। পরবর্তীতেকালে বাবার প্রযোজনায় ১৯৯৪ সালে ‘মাদহোস’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করলেও তিনি দর্শকের হৃদয়ে ছাপ ফেলতে পারেননি। এর কয়েক বছর পর ‘মেলা’র হাত ধরে প্রত্যাবর্তন তাঁর। 

Image

মেলা’র পরেও একাধিক ছবিতে ছোটখাটো চরিত্রে অভিনয় থেকে শুরু করে টেলিভিশনে কাজ করলেও সাফল্যকে তেমনভাবে ফুটিয়ে তুলতে পারেনি। ব্যক্তিজীবনেও একাধিক ওঠাপড়া দেখেছেন ফয়জল। বেশ কয়েক বছর আগের কথা, আমির ও তার পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন তিনি।

Image

ফয়জলের অভিযোগ, তাঁর পরিবারের সদস্যদের মনে হয়েছিল, তিনি মানসিক ভাবে অসুস্থ। সে কারনে তাঁকে গৃহবন্দি করে রাখা হয়। এমনকি আইনি পদক্ষেপ নিতেও পিছপা হননি ফয়জল। অভিযোগের ভিত্তি ছিল এই যে, দিনের পর দিন নাকি আমির তাঁকে গৃহবন্দি ও ভুল ওষুধও খাইয়ে রেখেছিলেন। আপাতত পর্দা থেকে দূরেই রয়েছেন ফয়জল। নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন তিনি।