অবিকল ডিভিলিয়ার্স! রাহুল চাহারকে পরপর ৪টি ছক্কা হাঁকিয়ে নিজের জাত চেনালেন বেবি এবি!

গত বুধবার মুম্বাই ইন্ডিয়ান্স এদিন পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৯৯ রান তাড়া করতে নেমে ম্যাচের শুরুতেই রোহিত শর্মা ও ঈশান কিশান প্যাভিলিয়নে ফিরে যায়। এই কঠিন পরিস্থিতিতে ডেওয়াল্ড ব্রেভিস এবং তিলক বর্মা দলের হাল ধরেন। বিশেষ করে ম্যাচের নবম ওভারে ‘এ বেবি এবি’ ম্যাচের সমীকরণটি বদলে দিয়েছিলেন।

এইসময় বল করতে আসেন লেগ স্পিনার রাহুল চাহার। প্রথম বলে তিলক বর্মা ১ রান নিলে স্ট্রাইকে আসেন ডেওয়াল্ড ব্রেভিস। পরপর পাঁচটি বলকে মাঠের বাইরে ফেলেন তিনি। ৪-৬-৬-৬-৬ শেষ পাঁচ বলে তার ব্যাট থেকে আসে ২৮ রান। মুম্বাই ইন্ডিয়ান্সকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করলেও তা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। তার বিধ্বংসী ব্যাটিং দেখে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে।

https://twitter.com/yaadavsonuu/status/1514319498685272067?s=20&t=j6AHQbkqvhnwFL73B6jRlw

https://twitter.com/LoyalSachinFan/status/1514287647736311811?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1514287647736311811%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fsports%2Fipl%2Fipl-2022-1-4-6-6-6-6-brevis-gobbles-up-rahul-chahar-31649868527859.html

মাত্র ১৮ বছর বয়সী ডেওয়াল্ড ব্রেভিস যেভাবে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করলেন তাতেই বোঝা যাচ্ছে ভবিষ্যতে তিনি বড় তারকা হতে চলেছেন, এতে কোন সন্দেহ নেই এবং তাকে কেন অবিকল ডিভিলিয়ার্স বলা হয়। শেষ পর্যন্ত তিনি ২৫ বলে ৪৯ রানে আউট হন। মাত্র ১ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন তিনি। ওডেন স্মিথের বলে বড় শট খেলতে গিয়ে অর্শদীপের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। তার স্ট্রাইক রেট ছিল ১৯৬.০০! 

Image

টানা চারটি হারের পর এদিন পঞ্চম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স পাঞ্জাবের মুখোমুখি হয়েছিল। পাঞ্জাব প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে। জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স ৯ উইকেটে ১৮৬ রান তুলতে সক্ষম হয়। ডেওয়াল্ড ব্রেভিস (৪৯) ছাড়াও সূর্যকুমার যাদব (৪৩), তিলক বর্মা (৩৬) এবং রোহিত শর্মা (২৮) যথেষ্ট অবদান রেখেছেন। এই নিয়ে টানা পাঁচ ম্যাচ হেরে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লে অফসে যাওয়ার আশা কার্যত প্রায় শেষ!