সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে বেছে নিলেন এভিন লুইস, তালিকায় ৫ ভারতীয়

ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি বিধ্বংসী ওপেনার এভিন লুইস বেছে নিলেন সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ। যে তালিকায় তিনি ভারতীয় দলের ৫ খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছেন। তবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয়দের পারফরম্যান্স সেভাবে এখনও দেখা যায়নি। সুপার গ্রুপ-১২ পর্বের প্রথম দুটি ম্যাচে পরাজিত হয়ে কার্যত ভারতের সেমিফাইনালে যাওয়া প্রায় অনিশ্চিত।

Ind vs Pak, T20 WC: Jasprit Bumrah Not Bowling First Over to No Ravi Ashwin; Three Possible Mistakes Virat Kohli Committed | Team India | King Kohli

এবার দেখে নেওয়া যাক, ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ওপেনার এভিন লুইস তার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে কোন কোন ক্রিকেটারদেরকে অন্তর্ভুক্ত করেছেন:-

এভিন লুইস তার ওপেনিংয়ে টি-টোয়েন্টি দুই সেরা ওপেনার ক্রিস গেইল ও রোহিত শর্মাকে রেখেছেন। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে উভয়েরই ব্যাট শান্ত রয়েছে এখনও পর্যন্ত। এরপর ৩ নম্বর বেছে নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। এখন তিনিও বড় রানের আশায় লড়াই চালিয়ে যাচ্ছেন।

Chris Gayle named in 14-man squad for West Indies's ODI series against England

লুইস ৪ নম্বরে এবি ডি ভিলিয়ার্সকে অন্তর্ভুক্ত করেছেন, যিনি ক্রিকেট বিশ্বে ৩৬০° খেলোয়াড় হিসেবে তিনি পরিচিত। ৫ নম্বরে কায়রন পোলার্ডকে বেছে নিয়েছেন। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে তিনি ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়ে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। ৬ নম্বরে অধিনায়ক ও উইকেট রক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। তার মস্তিষ্কপ্রসূত সিদ্ধান্তগুলি ভারতীয় দলকে উন্নতির শিখরে নিয়ে যায়।

How Dhoni made India fall for T20 cricket | cricket.com.au

লুইস তার একাদশে দু’জন অলরাউন্ডারকে বেছে নিয়েছেন আন্দ্রে রাসেল ও রবীন্দ্র জাদেজাকে। বর্তমানে যে কোন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দল তাদেরকে দলে অন্তর্ভুক্ত করতে মরিয়া হয়ে ওঠে। ব্যাটিং-বোলিংয়ে তাদের পারফরম্যান্স চোখে পড়ার মতো। একমাত্র স্পিনার হিসেবে দলে রয়েছেন রাশিদ খান ও দুজন পেসার হিসেবে রয়েছেন জসপ্রীত বুমরাহ ও মিচেল স্টার্ক।

T20 World Cup 2021 | We've set out to win the world cup, don't want anything less, says Mitchell Starc

☞ এভিন লুইসের সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশঃ  

ক্রিস গেইল, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, কাইরন পোলার্ড, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেট রক্ষক), আন্দ্রে রাসেল, রবীন্দ্র জাদেজা, রাশিদ খান, জসপ্রীত বুমরাহ ও মিচেল স্টার্ক।