জন্মবার অনুযায়ী প্রত্যেকের চরিত্র আলাদা হয়, মিলিয়ে নিন আপনারটাও

জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে, কোন ব্যক্তির ব্যক্তিত্ব, চারিত্রিক গুণাবলী সম্বন্ধে তার জন্মবার অনুযায়ী অনেকটাই ধারণা পাওয়া যায়। প্রতিটি মানুষের চরিত্র কেমন হবে তা অনেকটাই নির্ভর করে তার জন্মবারের উপর।

👉🏻 এবার দেখে নেওয়া যাক, জন্মবার অনুযায়ী চরিত্র কেমন হয়:- 

সোমবার: সোমবারে জন্মগ্রহণ করা ব্যক্তিরা বিলাসবহুল জীবনযাপন করতে বেশি পছন্দ করেন। এছাড়াও তারা নানা গুণের অধিকারী হন। তারা বহুমুখী প্রতিভা ও আশাবাদী এবং চরিত্রবান হয়ে থাকেন। 

মঙ্গলবার: এই দিনে জন্মগ্রহণ করা মানুষেরা বেশিরভাগ ক্ষেত্রেই ধনী হয়ে থাকেন। এরা স্বাধীনভাবে জীবন যাপন করতে পছন্দ করেন, তবে ঈশ্বরের প্রতি তেমন বিশ্বাস রাখেন না।

বুধবার: শাস্ত্রে বলা হয়েছে, বুধবারে জন্ম গ্রহণ করা জাতকেরা অভিজ্ঞ, পন্ডিত এবং দয়ালু প্রকৃতির হয়ে থাকেন। এরা সহজেই মানুষকে বিশ্বাস করেন, তাই এদের মন জয় করাও খুবই সহজ।

বৃহস্পতিবার: বৃহস্পতি বারে জন্ম গ্রহণ করা ব্যক্তিরা সাধারণত ধার্মিক প্রকৃতির হয়ে থাকেন। এদের যে কোন বিষয়ে নেতৃত্ব দেওয়ার দক্ষতা রয়েছে। এরা নিজের লক্ষ্যে অবিচল থাকেন, তাই যেকোনো পরিস্থিতিতে সাফল্য পাওয়ার জন্য বদ্ধপরিকর।

শুক্রবার: এই দিনে জন্মগ্রহণ করা মানুষেরা সৃষ্টিশীল প্রকৃতির হন। এরা অত্যন্ত উদার, ধার্মিক ও কর্ম বিষয়ে উৎসাহী। তবে এরা কল্পনা জগত থেকে বাস্তব নিয়ে বেশি চিন্তাশীল। এরা যেকোনো পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে পারেন কারণ এদের মনোবল খুবই দৃঢ়। 

শনিবার: এই দিনে জন্মগ্রহণ করা ব্যক্তিদের অনেকেই অহংকার ভেবে ভুল করে থাকেন কিন্তু এরা অত্যন্ত নিষ্ঠাবান ও বিশ্বাসযোগ্য প্রকৃতির। তবে এদের পরামর্শ নিজেদের কাছে ভালো হলেও অন্যেদের পক্ষে বিপদ ডেকে আনতে পারে।

রবিবার: এই বারে জন্মানো ব্যক্তিরা সহজ সরল প্রকৃতির হয়ে থাকেন। এরা উগ্র মেজাজি না হলেও থাকলেও খুবই অভিমানি হন। এরা মিষ্টিজাতীয় খাবার পছন্দ করেন। তবে এরা সহজেই ধৈর্যচ্যুত হন বলে মাঝপথেই কাজ ফেলে চলে যাওয়ার প্রবণতা দেখা যায়।