ডোয়েন ব্র্যাভো T20-র সেরা পাঁচ খেলোয়াড়কে বেছে নিয়েছেন; তালিকায় অন্তর্ভুক্ত দুই ভারতীয়

আজকাল ক্রিকেটাররা বিভিন্ন দলের খেলোয়াড়দের নিয়ে সেরা তালিকা বাছাই করছেন। সম্প্রতি একটি ক্রিকবাজ-র সাথে কথোপকথনের সময় ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো টি-টোয়েন্টির সেরা পাঁচ জন খেলোয়াড়কে বেছে নিয়েছেন। তার এই তালিকায় দু’জন ভারতীয়কে অন্তর্ভুক্ত করেছেন।

Image

হর্ষ ভোগলেকে দেওয়া একটি সাক্ষাৎকারে কথোপকথনের সময় ডোয়েন ব্র্যাভোকে টোয়েন্টির সেরা পাঁচ জন টি-টোয়েন্টির সেরা খেলোয়াড়কে বেছে নেওয়ার বিকল্প দেওয়া হয়েছিল। প্রথমে ওপেনার হিসেবে ম্যাথু হেডেন, ডেভিড ওয়ার্নার, বীরেন্দ্র শেহবাগ, ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস গেইল এবং ডোয়াইন স্মিথ — এদের মধ্যে একজন খেলোয়াড় বেছে নিতে বলা হয়। ডোয়েন ব্র্যাভো তার পুরনো বন্ধু ক্রিস গেইলকে বেছে নেন।

Image

এরপর দ্বিতীয় সেরা ওপেনার হিসেবে শেন ওয়াটসন, গৌতম গম্ভীর, কেএল রাহুল, জনি বেয়ারস্টো, জস বাটলার এবং ক্রিস লিনের নাম ছিল। যেখানে ব্রাভো শেন ওয়াটসনকে বেছে নেন। এরপর ফিনিশার হিসেবে হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, গ্লেন ম্যাক্সওয়েল এবং এমএস ধোনির মধ্যে থেকে বেছে নিতে বলা হয়েছিল। ব্র্যাভো কোন কিছু চিন্তা না করেই ধোনিকে বেছে নেন।

Image

এরপর হর্ষ ভোগলে চতুর্থ খেলোয়াড় বেছে নেওয়ার জন্য এবি ডি ভিলিয়ার্স, রোহিত শর্মা, ঋষভ পান্ত, যুবরাজ সিং, বেন স্টোকস এবং মাইকেল হাসির নাম করেন। এর মধ্যে থেকে এবি ডি ভিলিয়ার্সকে বেছে নেন ডোয়েন ব্র্যাভো। শেষ পর্যন্ত তিনি বিরাট কোহলিকে স্বয়ংক্রিয়ভাবে পছন্দের (অটোমেটিক চয়েস) খেলোয়াড় হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত করেন।

Image

বিশ্ব ক্রিকেটে ডোয়েন ব্র্যাভো অনেক সুনাম কুড়িয়েছেন আর প্রতিটি ফরম্যাটেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেওয়ার ক্ষমতা রাখেন। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এই খেলোয়াড়। ডোয়েন ব্র্যাভো এইভাবে তার টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা পাঁচ খেলোয়াড়ের মধ্যে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল এবং শেন ওয়াটসনকে বেছে নিয়েছেন।