ঝুলন যাত্রার দিনে এই বিশেষ কাজগুলি করলে মনোবাঞ্ছা পূর্ণ হয়

আজ ১৮ই আগস্ট বুধবার ঝুলন যাত্রা আরম্ভ ও আগামী শনিবার এই যাত্রা সমাপ্ত হবে। হিন্দু ধর্মে এই তিথি খুবই পবিত্র বলে মনে করা। এইদিন বাড়িতে নানান শুভ কাজ করা যেতে পারে। কথিত আছে ঝুলন যাত্রা দিন শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের পূর্ণ প্রকাশ ঘটেছিল।

তাই এই দিনে এমন কিছু বিশেষ কাজ করলে ভগবান শ্রীকৃষ্ণ খুবই সন্তুষ্ট হন। এই কাজ গুলির মাধ্যমে মনোবাঞ্ছা পূর্ণ হয় বলে জানা যায়।

☞ এবার দেখে নিন সেই কাজ গুলি কি কি:-

১) ঝুলন যাত্রার দিন ভোর বেলায় গঙ্গার স্নান করা অত্যন্ত পুণ্যের কাজ।

২) এই বিশেষ দিনে রাধাকৃষ্ণের যুগল ছবি পুজো করলে বিভিন্ন দিক দিয়ে উপকার পাওয়া যায়।

Jhulan Yatra – Radha Govinda's Swing Festival – Radha Kalachandji Temple

৩) এই দিনে শ্রীকৃষ্ণের মন্দিরে মুকুটে সামর্থ্য অনুযায়ী দান করুন।

৪) ঝুলন যাত্রার দিনে গীতা পাঠ করলে মন আনন্দে ভরপুর থাকে এবং নানা প্রকার দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়।

৫) জল খুবই একটি পবিত্র জিনিস। এই দিনে তৃষ্ণার্তকে জল পান করালে পূণ্য লাভ হয়।

৬) ঝুলন যাত্রার দিনে ময়ূর পালক কিনে ঠাকুরের আসনে রাখলে তা অত্যন্ত মঙ্গলজনক।

File:Peacock feathers closeup.jpg - Wikipedia

৭) এই দিনে শ্রীকৃষ্ণকে হলুদ রঙের বস্ত্র পড়ানো খুবই ভালো, কারণ তার আরেক নাম পীতাম্বরধারী।

৮) এই দিনে হলুদ মিষ্টি কিংবা হলুদ রঙের ফল দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করলে শুভদায়ক হয়।

৯) ঝুলন যাত্রার দিনে বাড়িতে বীণা কিনে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

১০) এই দিনে ঠাকুরের আসনে একটা চন্দন কাঠ রাখলে বাড়ির সমস্ত অশুভ শক্তি দূর হয়ে শুভশক্তি প্রবেশ করে।