আমাদের দেশের সবথেকে ‘দরিদ্র মুখ্যমন্ত্রী’ কে? তার সম্পত্তির পরিমাণ জানলে চমকে যাবেন

India’s ‘Poorest’ Chief Minister: দেশের গরীবদের সেবা করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা অধিকাংশ মুখ্যমন্ত্রীরাই আজ কোটিপতি। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) যা নির্বাচনী খরচ, রাজনৈতিক দলের তহবিল, অপরাধমূলক ইতিহাস এবং নেতাদের সম্পদের উপর নজরদারি। খবর সূত্রে জানা গেছে, দেশের বর্তমান ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জনই কোটিপতি। 

মুখ্যমন্ত্রীদের মোট ঘোষিত সম্পদের তদন্তের ভিত্তিতে বলা হয়েছে সারা দেশের মুখ্যমন্ত্রীর গড় সম্পদ ৩৩.৯৬ কোটি টাকা। দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডি (Jaganmohan Reddy)। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সবচেয়ে কম সম্পদের মালিক।

শীর্ষ তিন জন ধনী মুখ্যমন্ত্রীর মধ্যে রয়েছেন অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডি, অরুনাচল প্রদেশের পেমা খান্দু এবং উড়িষ্যার নবীন পট্টনায়ক। ADR-এর মতে জগনমোহনের সম্পদের পরিমাণ ৫১০ কোটি টাকারও বেশি। আশ্চর্যের বিষয় হলো, শীর্ষ ১০ ধনী মুখ্যমন্ত্রীর তালিকায় বাকি মুখ্যমন্ত্রীদের মোট সম্পত্তিও জগনমোহন রেড্ডির চেয়ে অনেক কম।  

ধনী মুখ্যমন্ত্রীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অরুনাচল প্রদেশের পেমা খান্দু, তার মোট সম্পদের পরিমাণ ১৬৩ কোটি টাকা। তৃতীয় স্থানে থাকা নবীন পট্টনায়কের সম্পদের পরিমাণ ৬৩ কোটি টাকা। শীর্ষ তিন মুখ্যমন্ত্রী ছাড়া বাকি সবার সম্পদের পরিমাণ ৫০ কোটি টাকারও কম।  

চতুর্থ স্থানে রয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নিফিউ রিও, তার সম্পদের পরিমাণ ৪৬ কোটি টাকা। পঞ্চম স্থানে পুদুচেরির মুখ্যমন্ত্রী এন রাঙ্গাস্বামী (৩৮ কোটি)। এদিকে দেশের সবচেয়ে কম সম্পদের অধিকারী মুখ্যমন্ত্রীদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মোট সম্পদের পরিমাণ ১৫ লাখ ৩৮ হাজার টাকা। এছাড়াও দরিদ্রতম মুখ্যমন্ত্রীর পঞ্চম স্থানে রয়েছেন ইউপি-এর আদিত্যনাথ যোগী (১.৫৪ কোটি)।