অবাক তথ্য: আমাদের শরীরের সবচেয়ে ‘নোংরাতম’ স্থান কোনটি জানেন

কোনটি আমাদের শরীরের সবচেয়ে নোংরা জায়গা জানেন

The dirtiest part of the body: আমরা নিয়মিত সাবান শ্যাম্পু দিয়ে ধুয়ে নিজেদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি। কিন্তু এরপরও প্রশ্ন ওঠে যে মানুষের শরীরের এমন একটি স্থান রয়েছে যা সবচেয়ে নোংরা জায়গা হিসেবে বিবেচিত। এটা শুনে অবাক হলেও তা একেবারেই সত্যি। আসলে আমরা শরীরের এই অংশটিতে বিশেষভাবে যত্ন নিইনা, যে কারণে একেই সবচেয়ে নোংরা জায়গা বলে ধরা হয়েছে।

আমরা মাথার চুল থেকে পায়ে নখ পর্যন্ত নিয়মিত যত্ন নিলেও কিন্তু নাভির (navel) দিকে কখনো খেয়াল করেছেন কী? বা আমরা কতটুকুই বা এই অংশটির সম্পর্কে জানি। বিজ্ঞানীদের মতে, নাভি আসলে মানব শরীরের একটি ক্ষতস্থান। জন্মের সময় শিশুকে তার মায়ের থেকে পৃথক করতেই এই ক্ষতস্থান তৈরি হয়।

Image

বিশেষজ্ঞদের মতে, নাভির কুণ্ডলী বেশিরভাগ ভেতরের দিকে থাকে। খুব অল্প সংখ্যক মানুষের নাভির কুণ্ডলী বাইরে দিকে থাকে। তবে মহিলাদের সৌন্দর্যের ক্ষেত্রে নাভি হলো একটি গুরুত্বপূর্ণ অঙ্গ তাই অনেকেই প্লাস্টিক সার্জারির মাধ্যমে এই অংশটিকে আরো সুন্দর করে তোলেন।

কিন্তু জেনে অবাক হবেন আমাদের শরীরের সবচেয়ে এই অপরিচ্ছন্ন বা নোংরাতম জায়গাটি হলো নাভি। একটি গবেষণায় দেখা গেছে, এই নাভিতে প্রায় ৬৭ রকমের ব্যাকটেরিয়া বসবাস করে। আমরা বিভিন্ন ধরনের পোশাক পরি। তাই শরীর থেকে হোক বা পোশাক থেকে নোংরা জমতে থাকে এবং অবশেষে তা নাভি কুণ্ডলীতে জমা হয়।

Image

এমনকি নিয়মিত নাভি পরিষ্কার না করলেও তা থেকে দুর্গন্ধ বের হয়। চিকিৎসকেরা মায়েদের নাভি কুণ্ডলী পরিষ্কার করার কথা বলেন, এমনটা না হলে নবজাতকেরও সংক্রমণ দেখা দিতে পারে। তাই এই স্পর্শকাতর স্থানটিকে নিয়মিত সাবান জল দিয়ে পরিষ্কার করা উচিত। তাই অনেকেই নাভিতে বডি অয়েল দিয়ে জীবাণুর সংক্রমণ থেকে রক্ষা করেন।