Indian Railways: জানেন ভারতের কোন রাজ্যে একটিমাত্র রেলস্টেশন রয়েছে?

আমাদের দেশের যে রাজ্যে মাত্র একটি রেলস্টেশন রয়েছে

Indian Railways: ভারতীয় রেলকে দেশের ‘লাইফলাইন’ (lifeline) বলা হয়। এর মাধ্যমে প্রতিদিন কয়েক লক্ষ মানুষ যাতায়াত করেন। রেলে ভ্রমণ করা যেমন আরামদায়ক, তেমন খরচের দিক দিয়েও অনেক কম। এছাড়া ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম (fourth largest) এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক। ক্রমবর্ধমান ভারতীয় রেল উন্নতির পাশাপাশি দেশের প্রতিটি কোনায় বিস্তার করেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ভারতবর্ষে ৭,৩২১টি রেল স্টেশন রয়েছে। দেশের প্রতিটি রাজ্য থেকে শুরু করে জেলায় একাধিক রেলস্টেশন রয়েছে। কিন্তু জেনে অবাক হবেন এমন একটি রাজ্য রয়েছে যেখানে মাত্র একটি রেলস্টেশন। এর ফলে সেখানকার যাত্রীদের বেশ সমস্যায় পড়তে হয়। কারণ সেখানে একই রেলস্টেশনের মাধ্যমে মাল ও যাত্রী পরিবহন করা হয়।

Image

আসলে, আমরা উত্তরপূর্ব ভারতের মিজোরাম (Mizoram) রাজ্যের কথা বলছি। এটি দেশের একমাত্র রাজ্য যেখানে মাত্র একটি রেল স্টেশন রয়েছে। মিজোরামের একমাত্র স্টেশনটির নাম ‘বৈরবী রেলওয়ে স্টেশন’ (Bairavi Railway Station)। মিজোরামের এই রেলস্টেশনটির মাধ্যমে দেশের অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত হয়েছে।

মিজোরামের মানুষ যাতায়াত ও মাল পরিবহনের জন্য এই স্টেশনে পৌঁছায়। এই স্টেশনের চারটি রেলপথ ও তিনটি প্লাটফর্ম রয়েছে এবং এর সামনেই রেলপথ শেষ হয়েছে। সুতরাং এই স্টেশনটিকে রাজ্যের শেষ রেল স্টেশনও বলা হয়। এটি রাজ্যের একমাত্র রেল স্টেশন হওয়া সত্বেও আধুনিকতার অভাব রয়েছে। বৈরবী রেলওয়ে স্টেশনের কোড হলো BHRP.

Image

রেলওয়ে কর্মকর্তাদের মতে, শুরুতে বৈরবী একটি ছোট্ট রেল স্টেশন ছিল। পরবর্তীতে ২০১৬ সালে এটি পুনরায় বিকশিত এবং সম্প্রসারিত করা হয়। এর পাশাপাশি সেখানে অনেক সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। আসলে মিজোরাম ঘন ঘন বন এবং পাহাড়ি রাজ্য হওয়ায় সেখানে ট্রাক স্থাপনে অনেক সমস্যা রয়েছে। তবে যাত্রীদের সমস্যার কারণে এখানে আরেকটি রেল স্টেশনের পরিকল্পনা করা হচ্ছে।