জানেন পিঁপড়েরা মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে কেন

পিঁপড়ে বিশ্বের অন্যতম ক্ষুদ্রাকৃতি প্রাণী হলেও এদের থেকে অনেক কিছু শেখার আছে। এই পতঙ্গটি যথেষ্ট বুদ্ধিমান। সবচেয়ে মজার বিষয় হলো পিঁপড়ে তার শরীরের ওজনের প্রায় কুড়ি গুন বেশি ভারী জিনিস বহন করতে পারে। তবে মানুষের সঙ্গে পিঁপড়ের একটি বিশেষ মিল আছে সেটি হল উভয়ই খাদ্য সঞ্চয় করে রাখে। 

সবচেয়ে ব্যস্ততম প্রাণীগুলির মধ্যে পিঁপড়ে একটি যে কারণে ক্যালরির খুবই প্রয়োজন হয়। এরা সব সময় খাদ্য অন্বেষণ করতে থাকে। এদের সাধারণত দলবদ্ধ অবস্থায় দেখা যায়। গ্লুকোজ সমৃদ্ধ ঘ্রাণযুক্ত মিষ্টি জাতীয় খাদ্যই হলো পিঁপড়ের পছন্দের খাবার। তাই শীতকালের জন্য এরা একটু একটু করে খাদ্য সঞ্চয় করে রাখে। 

Image

বিভিন্ন রকম খাবার থাকলেও সবার প্রথমে মিষ্টি জাতীয় খাবারের প্রতিই বেশি আকৃষ্ট হয় পিঁপড়ে। এর কারণ হলো মিষ্টি জাতীয় খাবারে ক্যালরির পরিমাণ বেশি থাকে। যেহেতু পিঁপড়ে খুবই পরিশ্রমী তাই এদের অনেক বেশি ক্যালরির প্রয়োজন পড়ে। আর মিষ্টি জাতীয় খাদ্য গ্রহণ করলে শরীর বেশিক্ষণ ধরে গরম থাকে। তাই শীতকালে শরীরকে গরম রাখার জন্য পিঁপড়েরা বেশি পরিমাণে মিষ্টি জাতীয় খাদ্য গ্রহণ করে।

পিঁপড়েরা মিষ্টি জাতীয় খাবার দেখতে পেলেই সেই পথ দিয়ে যাতায়াত শুরু করে দেয়। যাওয়া আসার পথে তাদের শরীর থেকে ফেরোমোন নামক এক ধরনের রাসায়নিক দ্রব্য ছড়িয়ে দেয়, যাতে অন্যান্য পিঁপড়েরা সেই পথ অনুসরণ করে খাদ্যের সন্ধানে আসতে পারে। এরা ভবিষ্যতের জন্য সমস্ত খাবার সঞ্চয় করে তাদের বাসায় গিয়ে রাখে।