ভারতীয় মুদ্রা: আপনি কি জানেন কোন নোট ছাপাতে কত টাকা খরচ হয়

Indian Currency: টাকায় মানুষকে সুখ ও শান্তি দুই-ই এনে দেয়। টাকা থাকলে পকেট গরম, না হলেই ফক্কা! কিন্তু কখনো ভেবেছেন যে আপনি এই যে টাকা-পয়সা নিয়ে নাড়াচাড়া করছেন, তা তৈরি করতে কত খরচ করতে হয় সরকারকে? প্রথমেই জানিয়ে রাখি, টাকার নোট ছাপানোর অনুমতি কেবল RBI (রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া) এরই রয়েছে।

কিন্তু আপনি জেনে অবাক হবেন, টাকা ছাপানোর থেকেও খরচ বেশি হয় কয়েন তৈরিতে। তা সত্ত্বেও এখনো অনেক টাকাকেই কয়েনে পরিণত করতে চাইছে RBI কর্তৃপক্ষ। এখন বাজারে এক, দুই, পাঁচ ও দশ টাকার কয়েনের চল রয়েছে। এমনকি কুড়ি টাকারও কয়েন রয়েছে। যাইহোক আপনি জেনে অবাক হবেন, ছোট্ট ১ টাকার কয়েন তৈরিতে এর মূল্যের চেয়েও বেশি খরচ হয়।

Image

RBI-এর মতে, ১ টাকার কয়েন তৈরিতে খরচ হয় প্রায় ১ টাকা ১ পয়সা। ২ টাকার কয়েন তৈরিতে ১ টাকা ২৮ পয়সা। একটি ৫ টাকার কয়েন তৈরিতে খরচ হয় ৩ টাকা ৭০ পয়সা এবং ১০ টাকার কয়েন তৈরিতে খরচ হয় ৫ টাকা ৫৪ পয়সা।

এদিকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি বিজ্ঞপ্তি অনুসারে জানা গেছে, গত দশকে RBI-কে ১০ টাকার ১০০০ নোট ছাপাতে খরচ হয়েছিল ৯৬০ টাকা। সেই অনুযায়ী একটি নোট ছাপাতে খরচ হয়েছে ৯৬ পয়সা। কিন্তু দশ টাকার একটি কয়েন তৈরিতে খরচ পড়ে ৫ টাকা ৫৪ পয়সা। অর্থাৎ নোটের চেয়ে কয়েনের ব্যয় প্রায় ছয় গুণ বেশি।

Image

এছাড়াও জানা গেছে, ২০ টাকার নোট ছাপাতে খরচ হয় ৯৫ পয়সা। একইভাবে ৫০ টাকার নোট ছাপাতে ১.১৩ টাকা খরচ হয়। ১০০ টাকার নোট ছাপাতে ১.৭৭ টাকা, ২০০ টাকার নোট ছাপাতে ২.৩৭ টাকা, ৫০০ টাকার নোট ২.২৯ টাকায় ছাপানো যায়। তবে নোট ছাপানোর ক্ষেত্রে অনেক ধরনের নিরাপত্তাজনিত বৈশিষ্ট্য মেনেই চলতে হয়।