আধার কার্ডের ছবি নিয়ে অসন্তুষ্ট? জেনে নিন বদলে ফেলার সহজ উপায়

আধার কার্ডের ছবি নিয়ে অনেকেই সন্তুষ্ট না, এই নিয়ে মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় নানান রসিকতা দেখা যায়। এটা কেবল আপনার নয়, আধার কার্ডে কারোরই মনের মত ছবি হয়নি। তবে ইতিমধ্যে অনেকেই বদলেছে আধার কার্ডের পুরনো ছবিটি। তবে আপনিও চাইলে আধার কার্ডের ছবি বদলে নিতে পারেন। খুব সহজেই বদলানো সম্ভব।

জেনে নিন আধার কার্ডের ছবি বদলে ফেলার পদ্ধতি: 

১) প্রথমেই আপনাকে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে আধার Correction/ Update এর ফর্ম পেয়ে যাবেন।

২) এরপর Get Aadhar section-এর মধ্যে এই অপশনটি থাকবে। বা আধার এনরোলমেন্ট সেন্টার থেকেও এই ফর্ম জোগাড় করতে পারেন। ফর্মটি ফিল-আপ করবেন।

৩) এরপর আপনার নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টারে যান। ফর্মটি জমা দিন। সেখানে আপনার বায়োমেট্রিক তথ্যাবলীও নেওয়া হবে।

৪) এরপর এনরোলমেন্ট সেন্টারেই আপনার ছবি নেওয়া হবে। জানিয়ে রাখি, এবার আপনাকে একটু প্রস্তুতি থাকতে হবে অর্থাৎ সাজুগুজু করতে পারেন, না হলে এতো খাটনি দফারফা হয়ে যাবে।

৫) আধার কার্ডের আপডেটের খরচ হিসেবে ন্যূনতম ৫০ টাকা দিতে হবে। পেমেন্টের পর একটি স্লিপ দেওয়া হবে সেন্টার থেকে। সেখানে আপনার আপডেট রিকোয়েস্ট নম্বর (URN) থাকবে।

৬) এরপর UIDAI-এর ওয়েবসাইট থেকে আপনার আধার কার্ড আপডেট হল কিনা দেখতে এই নম্বর ব্যবহার করতে পারবেন।

৭) এমনকি UIDAI-এর ওয়েবসাইট থেকে আপনার আধার কার্ড আপডেট হল কিনা দেখতে এই (URN) নম্বর ব্যবহার করেও জানা যাবে। যখন দেখবেন আপনার ফটো আপডেট হয়ে গেছে, তখন ডাউনলোড করে নিলেই হবে।