কোহলির জন্য ভবিষ্যৎবাণী করেছেন ডিভিলিয়ার্স, জানালেন এই মরসুমে তিনি কত রান করবেন

আইপিএলের ১৫ তম আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম ম্যাচে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে কলকাতাকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে। এদিন আরসিবির বোলিংয়ের সামনে কেকেআর-র ব্যাটসম্যানেরা ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। এরপর আরসিবি একটি দারুন জয় পেয়েছে। যাইহোক এরই মধ্যে আরসিবির প্রাক্তন ক্রিকেটার ও দলের মেন্টর এবি ডি ভিলিয়ার্স বড় ভবিষ্যদ্বাণী করেছেন বিরাট কোহলির জন্য।

এবি ডি ভিলিয়ার্স এবং বিরাট কোহলির বন্ধুত্ব শোলে-র জয় ও বীরুর মতো। সকলেই তাদের বন্ধুত্বের কথা জানেন এবং প্রায়ই একে অপরের প্রশংসা করতে দেখা যায়। সম্প্রতি এবি ডি ভিলিয়ার্স বিরাট কোহলির সম্পর্কে একটি ভবিষ্যদ্বাণী করে বলেছেন, ২০২২ আইপিএল মরসুমে তিনি ৬০০-র বেশি রান করবেন। ইউভি স্পোর্টস স্ট্রিমিং নামক ইউটিউব চ্যানেলে এই ভবিষ্যদ্বাণীটি তিনি করেছেন।

কোহলির ভবিষ্যদ্বাণী করা ছাড়াও এবি ডি ভিলিয়ার্স আশা করেছেন যে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কিছু খেলোয়াড় এই মরসুমে দুর্দান্ত পারফর্ম করবে। ডিভিলিয়ার্স জানিয়েছেন, “সবাই জানে ফাফ দু প্লেসিস এই মরসুমে অধিনায়ক হিসেবে খেলছেন। আমি মনে করি সবচেয়ে ভালো দিক হলো বিরাট কোহলির অধিনায়ক নন এবং তার ওপর কোনও চাপ নেই। বিরাট কোহলির কাছ থেকে খুব ভালো একটি মরসুম আশা করছি। আমার মনে হয় এবছর তার ব্যাট থেকে ৬০০-র বেশি রান আসবে।”

এরপর ডিভিলিয়ার্স আরও জানান, “সে (কোহলি) ফ্যাফের কাছে থাকবে এবং ফ্যাফও দারুন অভিজ্ঞ। ক্রিকেটের ভালো অভিজ্ঞতা রয়েছে তার। তিনি বিরাট এবং অন্যান্য খেলোয়াড়দের স্বাধীনভাবে খেলতে দেবেন। আমি জানিনা কি আশা করব আরসিবি থেকে। তবে কিছু খেলোয়াড় আরসিবির জন্য ভালো পারফর্ম করবে।”

উল্লেখ্য, ২০১৬ আইপিএল মরসুমে বিরাট কোহলি অবিশ্বাস্য ফর্মে ছিলেন এবং সে বছর তার ব্যাট থেকে এসেছিল আইপিএলের ইতিহাসে কোনো একটি মরসুমে সর্বোচ্চ ৯৭৩ রান। যার মধ্যে ছিল ৪টি দুর্দান্ত সেঞ্চুরি। বিরাট কোহলি তার দলকে একাই ফাইনালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত আরসিবি দল রানার্স হয়।