বিদ্যুৎ বিভ্রাটের জেরে হেরে গেল সিএসকে! বিসিসিআইকে একহাত নিলেন বীরেন্দ্র শেহবাগ

চলতি আইপিএলের ৫৯তম ম্যাচটি এক বিতর্কিত ম্যাচ হয়ে থাকল। এদিন চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করতে নামে এবং ডিআরএস না থাকায় আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণে শিকার হন ডেভন কনওয়ে। আসলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচের শুরুর দিকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ডিআরএস পাওয়া যায়নি। ফলে চেন্নাইয়ের পাঁচজন ব্যাটসম্যান ডিআরএস ব্যবহারের সুবিধা ছাড়াই প্যাভিলিয়নে ফিরে যান। যে কারণে বিসিসিআই এখন তীব্র সমালোচনার সম্মুখীন হচ্ছে।

বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রথম ১০ বলে ডিআরএস পাওয়া যায়নি এবং এর মধ্যে চেন্নাইয়ের ওপেনার ডেভন কনওয়েকে এলবিডব্লিউ আউট দেওয়া হয়। রিপ্লেতে স্পষ্ট বোঝা যায় যে বলটি লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে যাচ্ছিল। কিন্তু ডিআরএসের বিকল্প না থাকার কারণে হতাশ হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় দুরন্ত ফর্মে থাকা ডেভন কনওয়েকে। এই বিষয়টি নিয়ে পুরো হতাশা প্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান বীরেন্দ্র শেহবাগ। 

ক্রিকবাজের সাথে কথোপকথনের সময় বীরেন্দ্র শেহবাগ জানিয়েছেন, “বিদ্যুৎ বিভ্রাটের কারণে ডিআরএস ব্যবহার করা হয়নি এটা খুবই আশ্চর্যের বিষয়। এটি এত বড় লীগ এবং এতে অন্তত জেনারেটর ব্যবহার করা যেতে পারত।” এরপর বিসিসিআই-র দিকে আঙ্গুল তুলে তীব্র সমালোচনা করে পুরো বিষয়টি হতাশার সাথে প্রকাশ করেছেন তিনি।

চেন্নাই-মুম্বাই ম্যাচে বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিসিসিআইয়ের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন বীরেন্দ্র শেহবাগ।

বীরেন্দ্র শেহবাগ বলেছেন, “সফ্টওয়্যার বা মেশিন জেনারেটরের মাধ্যমে চালানো যেতে পারত, যা ডিআরএস-এর জন্য ব্যবহৃত হয়। এটি বিসিসিআই-এর জন্যও একটি বড় প্রশ্ন, কারণ যদি বিদ্যুৎ কেটে যায় তবে কি শুধুমাত্র আলোর জন্য জেনারেটর আছে, সম্প্রচারকারীদের জন্য জেনারেটর নয়। আমিও আশ্চর্য হলাম যে, যদি ম্যাচ হচ্ছে তাহলে ডিআরএস ব্যবহার করা উচিত। অথবা এই নিয়ম করা উচিত ছিল যে ম্যাচ শুরু হলে পুরো ম্যাচে ডিআরএস থাকবে না। বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রতিকূলতার মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস। মুম্বাই ব্যাটিং করলে তাদের জন্যও অসুবিধা হতো।”