উর্বশীর গলায় কুমিরের নেকলেস! এর দাম জানলে বিশ্বের ধনী ব্যক্তিরাও চমকে যাবেন

জানেন উর্বশীর গলায় কুমির-হারের দাম কত?

উর্বশী রাউতেলা (Urvashi Rautela) তার চলচ্চিত্রের চেয়ে তার ব্যক্তিগত জীবনের কারণে বেশি আলোচনায় থাকেন। সম্প্রতি তিনি কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন এবং একটি অত্যাশ্চর্য পোশাকে লাল গালিচায় হেঁটেছেন। এই সময়, তিনি একটি ভারী গোলাপী গাউন এবংকুমিরের নেকলেস (crocodile necklace) পরেছিলেন।

উর্বশী রাউতেলার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। অভিনেত্রীর এই হার দেখে হাসির রোল ওঠে নেটপাড়ায়। যদিও কিছু লোক তার সৌন্দর্যের প্রশংসা করছে, আবার কিছু লোক কুমিরের  নেকলেস পরেছিল বলে তাকে ট্রোল করেছে, কারণ তারা ভেবেছিল কুমিরটি আঠালো ছিল। 

একজন ব্যবহারকারী নেকলেসটিকে ব্যঙ্গ করে লিখেছেন, ‘গলায় যদি কুমিরগুলো জীবিত থাকতো তাহলে ক্যামেরাম্যান ছুটে পালাত’। একই ধরনের মন্তব্যে হেসে আরেকজন লিখেছেন, ‘তুমি এত সুন্দর, গলায় টিকটিকি ঝুলিয়ে আছো কেন?’, আরেকজন ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন, “বাহ এটি একটি বিরল টিকটিকি এবং গিরগিটি উভয়ই একসাথে।” 

Image

তবে যে হার নিয়ে এত সমালোচনা ঊর্বশী গলায় জড়াতেই রাতারাতি বাড়ল হারের দাম। কিন্তু যতই ট্রোল্‌ড হন না কেন, ঊর্বশী এই হার গলায় পরতেই দাম ২০০ কোটি থেকে বেড়ে হয়েছে ২৭৬ কোটি। এই খবর পেতেই অভিনেত্রী লেখেন, ‘‘এই হার আসলে পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের সাফল্য ও ব্যর্থতার প্রতীক।’’

উল্লেখ্য, উর্বশী রাউটেলার উত্তরখণ্ডের নৈনিতালে জন্ম। তার বাবা মানভির সিং রাউটেলা এবং মা মিরা রাউটেলা। তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন কিন্তু সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ২০১২ সালে তিনি মিস ইউনিভার্স প্রতিযোগীতায় প্রথম হন। এরপর ২০১৩ সালে ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমায় সানি দেওয়ালের বিপরীতে অভিনয় করে বলিউডে পা রেখেছিলেন।