বিশ্বের একমাত্র ক্রিকেটার যার ভারতে আসতে ভিসা লাগে না; জানেন তিনি কে

যেকোনো দেশে যেতে হলেই প্রথমে ভিসা নিতে হয়। ভিসা সকলের জন্য বাধ্যতামূলক, সে সাধারণ ব্যক্তি হোক বা বিশেষ ব্যক্তি। ভারতে আসতে হলেও বিদেশিদের ভিসার প্রয়োজন হয়। কিন্তু এই প্রতিবেদনে এমন এক ক্রিকেটারের কথা বলা হয়েছে যিনি ভিসা ছাড়াই ভারতে আসতে পারেন।

Image

সারাবছর ক্রিকেটাররা বিভিন্ন দেশে খেলতে যান যে কারণে তাদের ক্ষেত্রে ভিসা খুবই গুরুত্বপূর্ণ। তবে এমন এক বিখ্যাত খেলোয়াড়ের কথা জানা গেছে যিনি ভারতে আসতে পারেন ভিসা ছাড়াই। শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরনের কথা বলা হয়েছে। যাকে ভারতে আসতে হলে ভিসা নিতে হয় না। কিন্তু কিভাবে সেই বিষয়ে জেনে নেওয়া যাক।

জানিয়ে রাখি ভারত সরকার মুত্তিয়া মুরালিধরনকে ওসিআই অর্থাৎ বিদেশী নাগরিকত্বের অধিকার দিয়েছে। এই অধিকারের কারণেই তিনি ভিসা ছাড়াই ভারতে আসা-যাওয়া করতে পারেন। এছাড়া মুরলীধরন ভারতের চেন্নাইয়ে মাধিমালাকে বিয়ে করেছেন। যিনি ওই শহরের এক বিখ্যাত চিকিৎসকের মেয়ে।

মুরালিধরন ১৯৯৩ সালে ভারতের বিপক্ষে প্রথম অভিষেক ম্যাচ খেলেছিলেন। তার ক্রিকেট ক্যারিয়ারে জমকালো ছিল এবং শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ভারতকে তার দ্বিতীয় বাড়ি বলেও গণ্য করেছিলেন। মুরালিধরন তার ক্যারিয়ারে মোট ১৩৪৭টি উইকেট নিয়েছেন। তার শেষ আন্তর্জাতিক ম্যাচটিও খেলেছিলেন ২০১১ সালে ভারতের বিপক্ষে।