সিগারেটে সুখটান দিচ্ছে কাঁকড়া! এ ভিডিয়ো দেখেও যেন বিশ্বাস হয় না

ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সেটা সকলেই জানেন, কিন্তু কাঁকড়া তো সেসবের কিছু জানেনা। তবুও সে ধূমপায়ী। হ্যাঁ এটা বিশ্বাস না হলেও করতে হবে। আর কাঁকড়াটি নিজের দাঁড়ায় যেভাবে সিগারেটই ধরেছে অবিকল মানুষের মতোই লাগছে। দেখে মনে হচ্ছে দুই আঙুলের ফাঁকে ধরে আছে সিগারেটটি। সেটা মুখেও লাগাচ্ছে আবার মাঝেমধ্যে হালকা হালকা ধোঁয়া বের করছে। রীতিমতো এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তবে এই ভিডিওটি কারা বা কে করেছে তা জানা যায়নি। 

ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে যে এটা কোন সমুদ্রের পাড়ের ঘটনা। হয়তো কোনও ধূমপায়ীর না নিভিয়ে ফেলে দেওয়া সিগারেটই দাঁড়ায় তুলে নিয়েছে কাঁকড়াটি। তবে কাঁকড়াটি হুবহু মানুষের মতোই মুখে দিচ্ছে আবার ধোঁয়া বের করছে। সব মিলিয়ে ভিডিওটি খুবই মজার এবং আবার অনেকেই ভালো চোখে দেখেননি। 

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা মাঝে মাঝেই জীবজন্তুর অদ্ভুত কান্ড কারখানা ও মজাদার ভিডিওগুলি তার টুইটারে পোস্ট করে থাকেন। গত রবিবার তিনি এই ভিডিওটি পোস্ট করে লিখেছেন, “এমন ঘটনার বিপদের কথা। জ্বলন্ত সিগারেটের টুকরো ফেলে দিয়ে জীব জগতের কেমন ক্ষতি হতে পারে।” 

দেখুন সেই ভিডিও:

https://twitter.com/susantananda3/status/1307666358797127680?s=20