গত ২৫ বছরে ভারতবর্ষের যে শহরগুলির নাম পরিবর্তন করা হয়েছে

সময় যত এগিয়েছে ধীরে ধীরে সব কিছুরই পরিবর্তন এসেছে। ঠিক তেমনই ভারতবর্ষের কিছু শহরের নামও পরিবর্তন করা হয়েছে। তবে এই নাম পরিবর্তনের পেছনে রয়েছে বিশেষ কারণ রয়েছে। এবার দেখে নেওয়া যাক নতুন শহরগুলির নাম:-

∆ বোম্বাই থেকে মুম্বাই

BMC releases revised list of 798 containment zones in Mumbai. Check details | Mumbai News – India TV

১৯৯৫ সালের নভেম্বরে শিবসেনা সরকার মুম্বা বা মহা-আম্বা দেবীর নাম অনুসারে বোম্বাই শহরের নাম পরিবর্তন করে মুম্বই রাখে। বর্তমানে মুম্বই ভারতের বাণিজ্যিক রাজধানী এবং বিশ্ব অর্থনীতির একটি অন্যতম প্রধান কেন্দ্র।

∆ মাদ্রাজ থেকে চেন্নাই 

Chennai Wallpaper - Wall.GiftWatches.CO

১৯৯৬ সালের আগস্ট মাসে এই শহরের নাম মাদ্রাজ থেকে পরিবর্তন করে চেন্নাই করা হয়, কারণ মাদ্রাজ শব্দটিকে পর্তূগীজ শব্দ মনে করা হত। বর্তমানে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই শব্দটি ব্রিটিশদের দ্বারা নির্মিত ফোর্ট সেন্ট জর্জের নিকটবর্তী শহর চেন্নাপত্তনম থেকে এসেছে।

∆ ব্যাঙ্গালোর থেকে বেঙ্গালুরু

Prestige Group announces virtual launch of Prestige Primrose Hills in Bengaluru – their 2nd property launch in August 2020

২০১৪ সালে কানাড়া ভাষায় উচ্চারণের উপর ভিত্তি করেই ব্যাঙ্গালোরের নাম পরিবর্তন করে বেঙ্গালুরু রাখা হয়। সেইসাথে কর্ণাটকের আরও ১১টি শহরের নতুন নামকরণ করা হয়েছিল। বেঙ্গালুরু ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী এবং “ভারতের সিলিকন ভ্যালি” নামেও পরিচিত।  

∆ ক্যালকাটা থেকে কলকাতা

History of Kolkata - Evolution of the City - Holidify

কলকাতা আগে ক্যালকাটা নামে পরিচিত ছিল। ব্রিটিশরা দিয়েছিল এই মহানগরীর নাম। তবে ২০০১ সালে নতুন নামকরণ করে কলকাতা রাখা হয়। অনেকের মতে, “কালীক্ষেত্র” নামটি থেকে “কলিকাতা” বা “কলকাতা” নামটির উৎপত্তি। 

∆ গুড়গাঁও থেকে গুরুগ্রাম

Gurgaon - Wikipedia

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁও জেলার একটি শহর। ২০১৬ সালে গুড়গাঁও শহরটির নাম পরিবর্তন করে গুরুগ্রাম রাখা হয়। মহাভারতের গুরু দ্রোণাচার্যের নাম অনুসারে এই শহরের নাম রাখা হয়েছিল।

এছাড়াও যে সকল শহরগুলির নাম পরিবর্তন করা হয়েছে –

কর্ণবতী → আহমেদাবাদ
নিউ বোম্বাই → নাভি মুম্বই
ম্যাঙ্গালোর → ম্যাঙ্গলুরু
মহীশূর → মাইসুরু
বরোদা → ভাদোদরা
পন্ডিচেরি → পুডুচেরি
পুনা → পুনে
রত্নপুর → লাতুর
ত্রিভেন্দ্রম → তিরুবনন্তপুরম
কুইলন → কোল্লাম
আলেপ্পে → আলাপ্পুঝা
কোচিন → কোচি
ক্যালিকট → কোজিকোড
চিরেইঙ্কিল → চিরাইঙ্কেঝু
কট্টাচোনকাম → কেশবদাসপুরম
ত্রিশিভাপুরুর → ত্রিসুর
ক্যাননোর → কান্নুর
ফৈজাবাদ → অযোধ্যা
ইন্দ্রবতী → অমরাবতী
তানজোর → থানজাবুর
লক্ষ্মণপুরী → লখনউ
তিরুসিরাপল্লি → তিরুচিরাপল্লি
জেপুর → জয়পুর
ওড়িশা → ওডিশা
উটাকামুন্ড →ধগমণ্ডলম
ম্যাপুয়া → ম্যাপুসা
পাঞ্জিম → পানজি
ভিজগাপটম → বিশাখাপত্তনম
হুবলি → হুবলি
গুলবার্গা → কালবুর্গী
বিজাপুর → বিজয়পুর
বেনারস → বারাণসী
গুড়গাঁও → গুরুগ্রাম
মুস্তাফাবাদ → সরস্বতী নগর
রাজমন্দ্রি → রাজমহেন্দ্র্বরম
বেলগাঁও → বেলাগাভি
এলাহাবাদ → প্রয়াগরাজ