হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি চেন্নাই-কলকাতা; জেনে নিন আইপিএল ফাইনাল সম্পর্কে পাঁচটি তথ্য

আইপিএল ২০২১ এর খেতাবি লড়াইয়ে দুবাই স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিং কলকাতা নাইট রাইডার্স। প্রথম পর্বে কলকাতা নাইট রাইডার্স এর শুরুটা ভালো না হলেও তারা দ্বিতীয়পর্বে জ্বলে ওঠে এবং ফাইনালে চেন্নাই এর মুখোমুখি হয়। এই হাইভোল্টেজ ম্যাচ দেখার আগে জেনে নেওয়া যাক পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য ও পরিসংখ্যান:-

১) চলতি আইপিএল মরশুমে চেন্নাই সুপার কিংস রান তাড়া করতে গিয়ে একটিও ম্যাচ হারেনি। তারা ছয় ম্যাচে পরে ব্যাট করেছে আর সবগুলিই সফল হয়েছে। সুতরাং ফাইনালে কেকেআরের বিপক্ষে পরে ব্যাক করলে সিএসকে জয়ের সম্ভাবনা অনেকটাই বেশি।

CSK beat SRH IPL 2021- Super-stylish MS Dhoni trademark 6 wow's Ziva

২) চলতি আইপিএলের দ্বিতীয় পর্বে ছয় ম্যাচে প্রথমে বল করেছে কেকেআর। এরমধ্যে প্রতিপক্ষ দল কে ৫ বার ১৪০ রানের মধ্যেই বেঁধে রেখেছে। যদিও ফাইনাল ম্যাচে ধোনিদের এত কম রানে আটকে রাখা সহজ হবে না। 

How MS Dhonis Advise Helped Ravindra Jadeja Smash 37 Off The Last Over  During CSK vs RCB IPL 2021 Runs | MS Dhoni News | Ravindra Jadeja Sixes

৩) কলকাতা নাইট রাইডার্স এর দুই স্পিনার বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন দুর্দান্ত ফর্মে রয়েছেন। যদিও তাদের থেকে ভালো ইকোনমি নিয়ে বোলিং করেছেন চেন্নাইয়ের স্পিনার মঈন আলী। চলতি মরশুমে স্পিনারদের মধ্যে মঈনের ইকোনমি রেট (৬.৪) সবচেয়ে ভালো।

Eoin Morgan captain of Kolkata Knight Riders , Sunil Narine of Kolkata  Knight Riders and Varun Chakaravarthy of Kolkata Knight Riders during the  qualifier 2 match of the Vivo Indian Premier League

৪) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এর কথা বললে শেষ ৮টি ম্যাচে চেন্নাই সুপার কিংস পরে ব্যাট করে রান তাড়া করে জয় তুলে নিয়েছে। সুতরাং এই ধারাবাহিকতা বজায় থাকলে আইপিএলের ফাইনালে পরে ব্যাট করে জেতার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে।

IPL 2020: CSK coach hints Faf du Plessis may open batting in upcoming games  | Cricket News - Times of India

৫) তবে এটাও গুরুত্বপূর্ণ যে কেকেআর কখনোই ফাইনালে পরাজিত হয় নি। এর আগে দুবার ফাইনালে উঠেছিল তারা আর দুবারই চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে চেন্নাই ৮ বার ফাইনালে উঠে ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে আর বাকি ৫টিতে হেরেছে।