এই বিশেষ কারণে বলিউড সুন্দরীরা কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেন

কেন বলিউড অভিনেত্রীরা কান চলচ্চিত্র উৎসবে হাজির হন?

কান (Cannes) চলচ্চিত্র উৎসব পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব। ভেনিস এবং বার্লিন চলচ্চিত্র উৎসবের মতো কানকেও সবচেয়ে প্রভাবশালী এবং মর্যাদাপূর্ণ উৎসবের সম্মান দেয়া হয়। ১৯৪৬ সাল থেকে প্রতি বছর এই উৎসব পালিত হয়ে আসছে। 

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম জমজমাট আসর কান চলচ্চিত্র উৎসব। গত মঙ্গলবার (১৬ মে) ফ্রান্সের দক্ষিণ সমুদ্রতীরবর্তী শহর কানে পর্দা উঠেছে ৭৬তম এই উৎসবের। বিশ্বের নানা প্রান্ত থেকে এ উৎসবে যোগ দিয়েছেন অনেক তারকা। ১১ দিনব্যাপী এই উৎসবে আরো অনেক তারকাই অংশ নেবেন।

Image

বিশ্বের অন্য তারকাদের মতো ভারতের দক্ষিণী সিনেমা (South Film) কিংবা বলিউডের (Bollywood) অনেক অভিনেত্রী কান উৎসবে অংশ নিয়ে থাকেন। এরই মধ্যে ভারত থেকে উড়ে গেছেন তামান্না ভাটিয়া, উর্বশী রাউতেলা, ম্রুণাল ঠাকুর। তা ছাড়াও ঐশ্বরিয়া রায় বচ্চন, দীপিকা পাড়ুকোন, অনুষ্কা শর্মা সহ অনেকে এ উৎসবে অংশ নেবেন।

Image

অনেকেরই প্রশ্ন, বছরে একটি সিনেমা না করেও বলিউড অভিনেত্রীরা কীভাবে কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন? আবার অনেক অভিনেত্রী বার বার এই উৎসবে অংশ নেন কীভাবে? আসলে, এসব বলিউড অভিনেত্রীরা কোনো সিনেমার প্রচারের জন্য এই উৎসবে অংশ নিতে যান না। বরং তারা ব্র্যান্ডের প্রচারের জন্য অংশ নেন।

Image

বিশ্ববিখ্যাত বিউটি ব্র্যান্ড ল’রিয়াল প্যারিস (L’Oreal Paris) গত কয়েক বছর ধরে কান চলচ্চিত্র উৎসবের সৌন্দর্যের অংশীদার। যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর মূলত সোনম কাপুর (Sonam Kapoor) ও ঐশ্বরিয়া রায় (Aishwarya Rai)। এই চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণকারী অভিনেত্রীরা বিভিন্ন ব্র্যান্ডের হয়ে হাজির হন। এবারের কান চলচ্চিত্র উৎসবে একটি নামি ব্র্যান্ডের হয়ে প্রচারে অংশ নেবেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)।