শুধু আমাদেরই নয়, আফ্রিকার এই দেশটিরও সরকারি ভাষা বাংলা

নিশ্চয়ই আপনার মাতৃভাষা বাংলা নিয়ে খুবই গর্ববোধ করেন। কিন্তু আফ্রিকা দেশেও এমন একটি দেশ রয়েছে সেখানকার সরকারি ভাষাও বাংলা। আফ্রিকার এই অনুন্নত দেশটি পশ্চিমভাগের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত। দেশটি অবশ্য টাইটেনিয়াম এবং বক্সাইট উৎপাদনকারী দেশ হিসেবেও পরিচিত। এর পাশাপাশি হীরে ও সোনা উৎপাদনেও এগিয়ে রয়েছে সিয়েরা লিওন।

Image

আটলান্টিক মহাসাগরের উপকূল রয়েছে সিয়েরা লিওন, যে দেশের সরকারি ভাষা বাংলা। অবাক লাগলেও এটাই সত্যি। তবে সে দেশের সবাই যে বাংলা ভাষায় কথা বলেন, এমনটা না। ১৯৬১ সালে এই দেশটি স্বাধীন হয়। স্বাধীনতার ঠিক তিন দশক পরে প্রবল দুর্নীতি ও দেশের সম্পদ নষ্ট করার প্রতিবাদে গৃহযুদ্ধ শুরু হয়।

New database puts African education research at the heart of policy and practice

টানা ১০ বছর এই যুদ্ধ চলেছিল। গৃহযুদ্ধ থামাতে এক পর্যায়েই রাষ্ট্রসঙ্ঘের প্রতিনিধি হিসেবে সিয়েরা লিওনে আসেন প্রায় ৫ হাজার ওপারের বাংলার সৈনিক। শেষ পর্যন্ত শান্তি ফিরে আসে সিয়েরা লিওনে এবং তাদের অবদানে সে দেশের রাষ্ট্রপতি আলহাজ আহমেদ তেজান কাবাহ্ ‘বাংলা’ ভাষাকে সিয়েরা লিওনের ‘সাম্মানিক সরকারি ভাষা’ হিসেবে স্বীকৃতি দেন।