সানি দেওলের আগে এই অভিনেতা ‘গদর’ ছবিতে প্রস্তাব পান, কিন্তু গল্প শুনে ভয় পেয়েছিলেন

Gadar: সানি দেওল ও আমিশা প্যাটেলের ছবি ‘গদর এক প্রেম কথা’ ২০০১ সালের ব্লকবাস্টার সিনেমা গুলির মধ্যে একটি। এই ছবির সংলাপ ও গান দর্শকদের হৃদয়ে অমলিন ছাপ রেখে গেছে। এবার শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘গদর ২’, অনুরাগীরা গত দুই দশক ধরে অপেক্ষা করে রয়েছেন। কিন্তু মজার ব্যাপার হলো ‘গদর’ ছবিতে অভিনয়ের জন্য সানি দেওল প্রথম পছন্দের অভিনেতা ছিলেন না পরিচালকের।

তথ্যের অনুসন্ধানের জন্য জানিয়ে রাখি, গদর ছবির পরিচালক ছিলেন অনিল শর্মা এবং ‘গদর ২’-তেও তিনিই পরিচালনা করছেন। ছবিটি সম্পর্কে জানা গেছে, এবার তারা সিং (সানি দেওল) সাকিনাকে নয়, তার ছেলে চরণজিতকে বাঁচাতে পাকিস্তান যাবে। ইতিমধ্যেই ছবিটি সম্পর্কিত অনেক ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

Image

তবে আপনি কি জানেন, সানির আগে অন্য এক অভিনেতাকে গদর ছবির জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু ছবিটি করতে অস্বীকার করেন। এখনো পর্যন্ত সানি দেওলের সর্বোচ্চ আয় করা ছবি গদরের জন্য চলচ্চিত্র নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন না। জানা যায়, পরিচালক অনিল শর্মা ‘গদর’ ছবির জন্য গোবিন্দাকে বেছে নিয়েছিলেন। কিন্তু তিনি গদরের গল্প শুনেই ভয় পেয়ে যান।

এই বিষয়টি ছবির পরিচালক অনিল শর্মা নিজেই জানিয়েছেন। এক সাক্ষাৎকারে অনিল শর্মা বলেছেন, গোবিন্দাকে গদরের জন্য অনেক চেষ্টা করেও চুক্তি করানো যায়নি। আমি যখন তার ‘মহারাজ’ ছবিতে পরিচালনা করছিলাম, গোবিন্দাকে ‘গদর’ ছবির গল্প শোনায়। কিন্তু ছবি তো করা দূরের কথা, সে ছবির গল্প শুনেই ভয় পেয়েছিলেন।

Image

প্রসঙ্গত অনিল শর্মা পরিচালিত ‘গদর ২’ ছবিটি ২০২৩ সালের ১১ই আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গেছে, সানি দেওল তার ছেলেকে বাঁচাতে পাকিস্তানিদের সাথে লড়াই করবেন। এই ছবিতে অমরেশ পুরির চরিত্রে আশরাফ আলীর জায়গায় মনিশ ওয়াধওয়ালা ভিলেনের ভূমিকায় থাকবেন। ছবিটি ১৯৭১ সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময়ের পটভূমিকায় তৈরি করা হয়েছে।